Tuesday, August 14

বুয়েটে ভর্তি প্রক্রিয়া শুরু করতে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১১-১২ সেশনের ভর্তি প্রক্রিয়া অবিলম্বে শুরু করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ মঙ্গলবার সকালে বিচারপতি নাইমা হায়দায় ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। ইউনুস আলী আকন্দের করা একটি রিটের সম্পূরক আবেদনের ভিত্তিতে এ আদেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, বুয়েট শিক্ষক সমিতির আন্দোলন কারণে ভর্তি পরীক্ষার কার্যক্রম বন্ধ ছিল। গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরুর নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি আবেদন দাখিল করেন। আজ এ আন্দোলনের ওপর শুনানি শেষে আদালত উপরোক্ত আদেশ দেন। আবেদনকারী নিজেই শুনানি করেন এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত এটর্নি জেনারেল এডভোকেট এমকে রহমান। খবর:-ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়