Friday, August 24

আইভি রহমানের কবরে রাষ্ট্রপতি, আ.লীগের শ্রদ্ধা

শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বনানী কবরস্থানে রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান তার প্রয়াত সহধর্মিণী আইভি রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকীতে কবরে শ্রদ্ধা জানান। উল্লেখ্য, আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও নারীনেত্রী আইভি রহমান একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত হন।আইভি রহমানের কবরে শ্রদ্ধা জানানো শেষে রাষ্ট্রপতি ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তিনি সকাল ১০টা ৫০ মিনেটের দিকে বনানী কবরস্থান ত্যাগ করেন।নারীনেত্রী আইভি রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল শুক্রবার। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় তিনি গুরুতর আহত হন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার দুই পা কেটে ফেলা হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। ২৪ আগস্ট তিনি মারা যান।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবার ও বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি নিয়েছে। এছাড়া বঙ্গভবনে বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর আইভি রহমানের কবরে শ্রদ্ধা জানান যোগাযোগ ও রেলপথ মন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সংসদ সদস্য একেএম রহমতউল্লাহ, নুরুন্নবী চৌধুরী শাওন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী প্রমুখ। এছাড়াও আইভি রহমানের কবরে শ্রদ্ধা জানান যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলালীগ, মহিলা সমিতিসহ একাধিক সংগঠনের নেতাকর্মীরা।শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থান মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন। খবর:-ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়