গত সোমবার কানাইঘাটে ধারালো বটি দা দিয়ে নিজের গলা কেটে সৌদি আরব ফেরত চল্লিশউর্ধ্ব এক ব্যক্তির আত্মহত্যার খবর পাওয়া গেছে। আত্মহননকারী যুবকের নাম জহির উদ্দিন (৪০)। সে উপজেলার ১নং লীপ্রাদ পূর্ব ইউনিয়নের ভাটিবারাপৈত মাইঝপাড়া গ্রামের মছদ্দর আলীর পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, আত্মহত্যাকারী জহির উদ্দিন দীর্ঘদিন সৌদিআরবে কর্মরত ছিল। এ অবস্থায় সে বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ায় তার কফিল (স্পন্সর) ভিসা বাতিল করে সম্প্রতি তাঁকে দেশে পাঠিয়ে দেয়। এতে জহির উদ্দিন মানসিকভাবে অনেকটা ভারসাম্যহীন হয়ে পড়ে। গত সোমবার সকাল ১১টায় সে তার স্ত্রীকে কাপড় ধূঁয়ে আনতে পুকুর ঘাটে পাঠায়। আর ঐ ফাঁকে সে পাক ঘরে ঢুকে বটি দা দিয়ে নিজের গলা কেটে রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে মাটিতে গড়াগড়ি করতে থাকে। এসময় রক্তাক্ত জহির উদ্দিনের গোঙ্গানীর শব্দ পেয়ে বাড়ীর লোকজন ছুঁটে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পতিমধ্যে রাস্তায় তার মৃত্যু হয়। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশের এস.আই আলী আশরাফ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আত্মহত্যায় ব্যবহৃত বটি দা উদ্ধার করেন এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সিলেট ওমেক হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়