১৫তম দিন শেষেও লন্ডন অলিম্পিকের পদক । ৪৪টি সোনা, ২৯টি রুপা, ২৯টি ব্রোঞ্জসহ মোট ১০২টি পদক নিয়ে শীর্ষ ।বস্থানে তারা। ৩৮টি সোনা, ২৭টি রুপা ও ২২টি ব্রোঞ্জসহ মোট ৮৭টি পদক জিতে দ্বিতীয় স্থানে রয়েছে চীন। এদিকে, পুরুষদের ফুটবলে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো অলিম্পিক গেমসে সোনা জিতলো মেক্সিকো। ডাবল অলিম্পিক �িপ্রন্ট চ্যাম্পিয়ন উসাইন বোল্ট এবার জ্যামাইকার হয়ে আরেকটি বিশ্ব রেকর্ডের অংশ হলেন। নেস্টা কার্টার, মাইকেল র্ফ্যাটার, ইয়োহান ব্লেক এবং বোল্টদের নিয়ে গড়া জ্যামাইকান দল ৪০০ মিটার রিলেতে সময় নেন ৩৬. ৮৪ সেকেন্ড। এ দলটিই গত বছর দেগু বিশ্বচ্যাম্পিয়নশীপে ৩৭. ০৪ সেকেন্ড সময় নিয়েছিল। আর এবার ৩৭. ০৪ সেকেন্ডে �িপ্রন্ট শেষ করে রুপা জিতেছে জাস্টিন গ্যাটলিন, টাইসন গে, রায়ান বেইলিদের নিয়ে গড়া মার্কিন দল। কানাডা ডিসকোয়ালিফাই হওয়ায় ব্রোঞ্জ জেতে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।
অলিম্পিকের ইতিহাসে সপ্তম ব্যক্তি হিসেবে এক অলিম্পিকে পুরুষদের ১০,০০০ মিটারের পর ৫,০০০ মিটার �িপ্রন্ট জিতলেন ব্রিটেনের মোহামেদ ফারাহ। ১৩ মিনিট ৪১. ৬৬ সেকেন্ড সময় নেন তিনি। ইথিওপিয়ার দেজেন গেব্রেমস্কেল ১৩ মিনিট ৪১. ৯৮ সেকেন্ড সময় নিয়ে জেতেন রুপা। আর কেনিয়ার থমাস কেমেই ব্রোঞ্জ জিতেছেন। অলিম্পিকের শেষ দিকে এসে একের পর এক পদক জিতে তালিকার উপরের দিকে উঠে এসেছে রাশিয়া। নারীদের ৮০০ মিটার �িপ্রন্টে ১ মিনিট ৫৬. ১৯ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন রাশিয়ার মারিয়া সেভিনোভা। ২০০৯ সালের বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার কেস্টার সেমেনিয়া ১ মিনিট ৫৭. ২৩ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন। ব্রোঞ্জ পদকটিও রাশিয়ার দখলে রয়েছে। ১ মিনিট ৫৭. ৫৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জেতেন একাতেরিনা পোস্তিগোভা। নারীদের ২০ কিলোমিটার ওয়াক রেসে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছেন রাশিয়ার ইয়েলেনা লাসমানোভা। তিনি ১ ঘন্টা ২ মিনিট ২৫ সেকেন্ড সময় নেন। পুরুষদের মর্ডান পেন্টাথলনে রেকর্ড গড়ে সোনা জিতেছেন চেক প্রজাতন্ত্রের ডেভিড শেভোদা। সাঁতারে চীনের ঝংরং চাওয়ের চেয়ে পিছিয়ে পড়লেও ৬ সেকেন্ড আগে দৌড় শেষ করে রেকর্ড ৫ হাজার ৯২৮ পয়েন্ট নিয়ে সোনা জেতেন তিনি। চীনের ঝংরং চাও রুপা এবং হাঙ্গেরির অ্যাডাম ম্যারোস ব্রোঞ্জ জেতেন। নারীদের রিদমিক জিমন্যাস্টিক্সে ১১৬. ৯০০ পয়েন্ট নিয়ে সোনা জিতেছেন রাশিয়ার এভজেনিয়া কানায়েভা। দ্বিতীয় প্রচেষ্টায় ২. ০৫ মিটার জাম্প করে নারীদের হাই জাম্পে সোনা জিতে নেন এভজেনিয়া কানায়েভা। আর ২. ০৩ মিটারে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের ব্রিগেট্টা ব্যারেট।.... ফেয়ার নিউজ
অলিম্পিকের ইতিহাসে সপ্তম ব্যক্তি হিসেবে এক অলিম্পিকে পুরুষদের ১০,০০০ মিটারের পর ৫,০০০ মিটার �িপ্রন্ট জিতলেন ব্রিটেনের মোহামেদ ফারাহ। ১৩ মিনিট ৪১. ৬৬ সেকেন্ড সময় নেন তিনি। ইথিওপিয়ার দেজেন গেব্রেমস্কেল ১৩ মিনিট ৪১. ৯৮ সেকেন্ড সময় নিয়ে জেতেন রুপা। আর কেনিয়ার থমাস কেমেই ব্রোঞ্জ জিতেছেন। অলিম্পিকের শেষ দিকে এসে একের পর এক পদক জিতে তালিকার উপরের দিকে উঠে এসেছে রাশিয়া। নারীদের ৮০০ মিটার �িপ্রন্টে ১ মিনিট ৫৬. ১৯ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন রাশিয়ার মারিয়া সেভিনোভা। ২০০৯ সালের বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার কেস্টার সেমেনিয়া ১ মিনিট ৫৭. ২৩ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন। ব্রোঞ্জ পদকটিও রাশিয়ার দখলে রয়েছে। ১ মিনিট ৫৭. ৫৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জেতেন একাতেরিনা পোস্তিগোভা। নারীদের ২০ কিলোমিটার ওয়াক রেসে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছেন রাশিয়ার ইয়েলেনা লাসমানোভা। তিনি ১ ঘন্টা ২ মিনিট ২৫ সেকেন্ড সময় নেন। পুরুষদের মর্ডান পেন্টাথলনে রেকর্ড গড়ে সোনা জিতেছেন চেক প্রজাতন্ত্রের ডেভিড শেভোদা। সাঁতারে চীনের ঝংরং চাওয়ের চেয়ে পিছিয়ে পড়লেও ৬ সেকেন্ড আগে দৌড় শেষ করে রেকর্ড ৫ হাজার ৯২৮ পয়েন্ট নিয়ে সোনা জেতেন তিনি। চীনের ঝংরং চাও রুপা এবং হাঙ্গেরির অ্যাডাম ম্যারোস ব্রোঞ্জ জেতেন। নারীদের রিদমিক জিমন্যাস্টিক্সে ১১৬. ৯০০ পয়েন্ট নিয়ে সোনা জিতেছেন রাশিয়ার এভজেনিয়া কানায়েভা। দ্বিতীয় প্রচেষ্টায় ২. ০৫ মিটার জাম্প করে নারীদের হাই জাম্পে সোনা জিতে নেন এভজেনিয়া কানায়েভা। আর ২. ০৩ মিটারে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের ব্রিগেট্টা ব্যারেট।.... ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়