Wednesday, August 8

অলিম্পিক : ১১ দিনেও শীর্ষে চীন

অলিম্পিকে পদক তালিকায় শীর্ষে এগিয়ে আছে চীন। ১১তম দিন শেষেও শীর্ষস্থান ধরে রেখেছে চীন। এই পর্যন্ত তারা ৩৪টি স্বর্ণ, ২১টি রৌপ্য ও ১৮টি ব্রোঞ্জসহ ৭৩টি পদক পেয়েছে। এ দিকে দ্বিতীয় স্থান অধিকারী যুক্তরাষ্ট্র ৩০টি স্বর্ণ, ১৯টি রৌপ্য ও ২১টি ব্রোঞ্জসহ ৭০টি পদক পেয়েছে । তৃতীয় অবস্থানে থাকা গ্রেট ব্রিটেনেও পদক ৪৮টি পদক পেয়েছে।শুরু করা যাক ট্র্যাক সাইকেলিং দিয়ে। যেখানে এবারও চমক দেখিয়েছেন ৩৬ বছর বয়সি ব্রিটিশ স্যার ক্রিস হয়। পুরুষদের কেইরিন রাউন্ডে স্বর্ণ জিতেছেন। অলিম্পিক ক্যারিয়ারে ৬টি স্বর্ণ জয় তাকে এখন নিয়েছে সবচেয়ে সফলতম ব্রিটিশ অলিম্পিয়ানদের শীর্ষে। এ সুবাদে ছাড়িয়ে গেছেন এক সময়ের সেরা ব্রিটিশ অলিম্পিয়ান স্যার স্টিভ রেডগ্রেভের অর্জনকেও।সাইকেলিং ট্র্যাকে দারুণ পারফরমেন্স দেখিয়েছেন আরেক ব্রিটিশ লওরা ট্রট। ২০ বছর বয়সি এই সাইকেলিস্ট জিতে নিয়েছেন অলিম্পিকে দ্বিতীয় স্বর্ণ।নারীদের টিম পারসুটের পর এবার আধিপত্য বিস্তার করেছেন ওনিয়াম ইভেন্টে। ফিনিশিং দেখে সবাই ধরেই নিয়েছিলেন ইভেন্টটি যুক্তরাষ্ট্রের সারা হ্যামার ও লওরার মধ্য টাই হবে। কিন্তু সিদ্ধান্ত হলো, এই ইভেন্টের ৩টি ধাপ ২৫০ মিটার ফ্লাইং ল্যাপ, ৩ হাজার মিটার ইনডিভিজুয়াল পারসুট ও ৫০০ মিটার টাইম ট্রায়ালকে বিবেচনা করে। যেখানে দেখা গেছে হ্যামারের চেয়ে ০.৬৮১ সেকেন্ড এগিয়ে আছে লওরা।হার্ডলসে রেকর্ড গড়েই স্বর্ণ জিতেছেন অস্ট্রেলিয়ার স্যালি পিয়ার্সন। বেইজিং অলিম্পিকে রৌপ্য পাওয়া এই অস্ট্রেলিয়ান ১০০ মিটার হার্ডলস পারি দিয়েছেন ১২.৪৮ সেকেন্ডে। গড়েছেন অলিম্পিকে নতুন রেকর্ড। সেই সঙ্গে ২০০০ সালের সিডনি অলিম্পিকে ক্যাথি ফ্রিম্যানের পর পিয়ার্সনই অস্ট্রেলিয়াকে এনে দিলেন আরেকটি স্বর্ণ। এ ইভেন্টে রোপ্য ও ব্রোঞ্জ পেয়েছেন যুক্তরাষ্ট্রের হার্পার ও ওয়েলস।৮০০ মিটার �িপ্রন্ট থেকে ছিটকে পরার পর রাতারাতি পরিবর্তন এসেছে আলজেরিয়ার �িপ্রন্টার তৌফিক মাখলুফির। ১৫শত মিটার �িপ্রন্ট ৩৪.০৮ সেকেন্ডে পারি দিয়ে তিনি স্বর্ণ জিতে নিয়েছেন। খবর:-ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়