Thursday, August 2

টানা ১১ দিনের ছুটির ফাঁদে বাংলাদেশ!

চলতি আগষ্ট মাসে ঈদ, সাপ্তাহিক ও অন্যান্য ছুটি সব মিলিয়ে রয়েছে। এরই মধ্যে টানা ১১ দিনের ছুটির ফাঁদে পড়েছে বাংলাদেশ। দীর্ঘ এই ছুটিতে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব রয়েছে বলে অর্থনীতিবিদদের ধারণা। জানা গেছে, অন্যবারের চেয়ে এবার আগষ্ট মাসে ছুটির সংখ্যা বেশি। এ মাসে সাপ্তাহিক ছুটিসহ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস থেকে শুরু করে জুমাতুল বিদা ও ২১ আগাস্ট ঈদুল ফিতর। আর ২২ ও ২৩ আগস্ট বুধ ও বৃহস্পতির পর আবার ২৪ ও ২৫ শুক্র-শনি পর্যন্ত সরকারি ছুটি থাকবে। দীর্ঘ এ ছুটি ভোগ করতে নাড়ির টানে রাজধানী ছেড়ে যখন নগরবাসী গ্রামে চলে যাবে তখন ব্যস্ততম এ নগরীর দৃশ্যপট পুরোটাই পাল্টে যাবে। ব্যস্ততম শহর তখন পুরাটাই নিরব হয়ে পড়বে।টানা ১১ দিনের ছুটিতে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে স্থবিরতার আশঙ্কা করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। অর্থনীতিবিদরা মনে করছেন, দীর্ঘ এই ছুটি সরকারি চাকরিজীবীদের জন্য আশীর্বাদ হলেও, আমদানি-রপ্তানিকারকসহ ব্যবসায়ীদের চিন্তায় ফেলে দিয়েছে। ছুটির কারণে দেশের আমদানি-রপ্তানি বাধাগ্রস্ত হলে দেশের সার্বিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে সংশি�ষ্টরা জানান।অর্থনীতিবিদরা আরো জানান, ইতিহাস থেকে শিক্ষা নিলে আমাদের দেশে ব্যবসা-বাণিজ্যে ও অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক থাকবে। বড়দিনের সময় দীর্ঘদিন ছুটি কাটিয়েও নিজেদের ব্যাবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রম সচল রেখেছিলেন পাশ্চাত্যবাসীরা। সেই উদাহরণকে কাজে লাগাতে পারলে বাংলাদেশেও ব্যবসা-বাণিজ্যের কার্যক্রম স্বাভাবিক রেখে দীর্ঘ এ ছুটি উপভোগ করা সম্ভব। দীর্ঘ এ ছুটিতে ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে কিনা জানতে চাইলে ব্যাংক কর্মকর্তারা বলেন, ব্যাবসায়ীরা চাইলে বিশেষ বিবেচনায় প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম বন্ধের মধ্যেও চালানো সম্ভব। খবর:-ফেয়ার নিউজ রহমান আজিজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়