Sunday, July 22

বাংলাদেশ সিভিল এভিয়েশন কালো তালিকা থেকে মুক্তি পেল

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (ইকাও) এর সিগনিফিকেন্ট সেফটি কনসার্ন (এসএসসি) এর তালিকা থেকে বাদ পড়েছে । ২০০৯ সালে জুন মাসে বিভিন্ন অসঙ্গতি�র কারণে ইকাও ৩৪টি প্রটোকল প্রশ্নে বিমান চলাচলে নিরাপত্তা নিয়ে উদ্বেগের (এসএসসি) তালিকায় বেবিচককে অন্তর্ভুক্ত করে। এ তালিকায় থাকার ফলে এতোদিন বাংলাদেশের নতুন কোনো বিমান সংস্থা আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পায়নি। এসএসসি তালিকা এভিয়েশন ব্যবসায় কালো তালিকা হিসেবে পরিচিত।বেবিচকের সেফটি এবং রেগুলেশন বিভাগের পরিচালক উইং কমান্ডার এস এম নাজমুল আনাম শনিবার বলেন, একটু আগেই আমরা খবর পেলাম, তালিকা থেকে আমাদের বাদ দেওয়া হয়েছে।৩৪টি প্রটোকল প্রশ্ন তুলে বেবিচকের কার্যক্রম প্রায় তিন বছর আগে কালো তালিকাভুক্ত করে ইকাও। তবে গত ৯ জুন একটি আইসিডিএম বা ইকাও অডিট টিম পাঁচটি বিভাগে তাদের অডিট পরিচালনার পর বেবিচক আশা করে আসছিল, কালো তালিকা থেকে তাদের বাদ দেওয়া হবে। নাজমুল বলেন, অডিটে ৩৯টি বিষয়ে ৩০৪টি প্রটোকল প্রশ্নের উত্তর দিতে হয়েছিল বেবিচককে।বেবিচককে যে পাঁচটি বিভাগে প্রটোকল প্রশ্নের উত্তর দিতে হয়েছে, সেগুলো হচ্ছে ওর্ডিনেন্স, লাইসেন্স প্রদান, অপারেশনাল কার্যক্রম, অর্গানোগ্রাম ও এভিয়েশন নিয়ম কানুন।কালো তালিকাভুক্তির কারণে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ অন্যান্য দেশীয় বিমান সংস্থাগুলোকে আমেরিকা এবং ইউরোপের অনেক দেশে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বাধায় পড়তে হয়। এর আগে এসএসসি থেকে বের হয়ে আসার জন্য বেবিচককে কয়েকটি পরামর্শ দেয় ইকাও। সেই সুপারিশগুলো বাস্তবায়িত হয়েছে কিনা তা পরিদর্শনের জন্য দুই সদস্যের একটি ইকাও অডিট দল গত ২১ থেকে ২৭ জুন এবং ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত দুই দফা অডিট পরিচালনা করে।উইং কমান্ডার নাজমুল বলেন, ইকাওয়ের চাহিদা অনুযায়ী এয়ার ওর্ডিনেন্সের ক্ষেত্রে বেবিচক একটি পরিকল্পনা ছক তৈরি করে। অর্গানোগ্রাম ও এভিয়েশনের আইন তৈরি করে অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ে জমা দেয়।বেবিচকের কর্মকর্তারা জানান, ইকাও নিরীক্ষা দল বেবিচকের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করলেও কয়েকটি বিষয়ে কার্যক্রম জোরদারের পরামর্শ দিয়ে গেছে। পরামর্শের মধ্যে রয়েছে বেবিচকের বেতন কাঠামোতে জাতীয় বেতন কাঠামো থেকে আন্তর্জাতিক মানের করা, বেবিচক আইন আধুনিকায়ন, কর্মকর্তাদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা ইত্যাদি।কালো তালিকায় প্রসঙ্গে বেবিচকের এক কর্মকর্তা জানান, এসএসসি তালিকায় থাকার কারণে এতদিন বাংলাদেশের নতুন কোনো বিমান সংস্থা আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পায়নি।খবর:-ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়