যোগাযোগমন্ত্রী জানিয়েছেন, ওবায়দুল কাদের জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে আসন্ন রমজান ও ঈদের আগে দেশের সব রাস্তাঘাট মেরামত করে তা চলাচলের উপযোগী করার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বুধবার সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, রাস্তাঘাট মেরামতের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে, এজন্য প্রতিদিনই মোবাইল টিম কাজ করবে এবং এটা মনিটরিংও করা হবে। কোনো রাস্তায় কোনো গর্ত দেখা গেলে তা তাৎক্ষণিকভাবে মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে।মন্ত্রী জানান, বৈঠকে জেলা প্রশাসকরা সড়ক দুর্ঘটনার জন্য নসিমন-করিমন এগুলোকে দায়ী করে মহাসড়কে এগুলোর চলাচল বন্ধের সুপারিশ করেছেন। পাশাপাশি এসব যানবাহনকে একটি আইনী কাঠামোয় নিয়ে আসারও সুপারিশ করেছেন তারা। এছাড়া বিআরটিএর কিছু সমস্যা আছে, তাদের জনবলের অভাব আছে, কোথাও কোথাও কাজের গতি মন্থর।যোগাযোগমন্ত্রী বলেন, রাস্তাঘাট মেরামতে সময়মতো অর্থ ছাড়ে জটিলতা আছে, ঠিকমত টাকা না পেলে ঠিকাদাররা কাজ করতে চায় না। তবে এবার অর্থের কোনো সমস্যা হবে না। বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা হয়েছে।পদ্মাসেতু প্রসঙ্গে তিনি বলেন, পদ্মাসেতুর বিষয়ে তারা কিছু জানতে চাননি। পদ্মাসেতু নিয়ে যেখানে প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন, সেখানে আমার কিছু বলার নেই। তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে এখনো চুক্তি হয়নি, আমরা তাদের না বলিনি। এছাড়া পদ্মাসেতুতে অর্থায়নে চীন, কাতার ও প্রবাসীরা আগ্রহ প্রকাশ করেছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়