বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশের সুনাম যা নষ্ট হয়েছে এভারেস্ট বিজয়ের মাধ্যমে তা কিছুটা হলেও ফিরে এসেছে। তিনি বলেন, এভারেষ্ট বিজয় করে তোমরা প্রমাণ করেছ আমরা বিজয় ছিনিয়ে আনতে পারি। মেয়েদের এভারেস্ট জয় বিস্ময়কর। এই তরুণদের অনুসরণ করে বাংলাদেশের মেয়েরা আরও চ্যালেঞ্জিং কাজে এগিয়ে আসবে। বুধবার রাতে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এভারেস্ট বিজয়ী তিন বাংলাদেশি এমএ মুহিত, নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরিনকে সংবর্ধনা প্রদানকালে তিনি এ অভিমত প্রকাশ করেন।খালেদা জিয়া বলেন, দেশের বিরুদ্ধে যতো ষড়যন্ত্রই হোক না কোনো, তোমাদের মতো সাহসী তরুণরাই বাংলাদেশকে রক্ষা করবে� বলেও মন্তব্য করেন বিএনপি প্রধান। তিনি বলেন, তোমাদের হাতে দেশ অনেক নিরাপদ, মেয়েরা দীর্ঘদিন রাজনীতিতে প্রমাণ করেছে, তোমরা ইতোমধ্যে এভারেস্ট বিজয় করে তা প্রমাণ করেছ। যারা বাংলাদেশের পতাকা এভারেস্টের চূড়ায় পৌছে দিয়েছে, সারা বিশ্বের কাছে সুনাম অর্জন করেছে, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে।এ সময় এভারেস্ট জয়ী তিন তরুণের হাতে ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেওয়া হয়। এমএ মুহিতের হাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নিশাত মজুমদারের হাতে ব্যারিস্টার মওদুদ আহমদ ও ওয়াসফিয়া নাজরিনের হাতে আসম হান্নান শাহ ফুলের তোড়া তুলে দেন।এ সময় খালেদা জিয়াকে এভারেস্ট অভিযানের আলোকচিত্র উপহার দেন এভারেস্ট জয়ীরা। খালেদা জিয়া আগামীতে তাদের যে কোনো চ্যালেঞ্জিং কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।খবর:ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়