Sunday, July 8

কানাইঘাটে শ্বাস রোধ করে স্ত্রীকে হত্যা

কানাইঘাটে স্বামী স্ত্রী’র মধ্যে দাম্পত্য কলহের জের ধরে স্বামী শ্বাস রুদ্ধ করে নিজ স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছে। এঘটনাটি ঘটেছে গত শুক্রবার গভীর রাতে উপজেলার ২নং লীপ্রসাদ ইউনিয়নের গোরকপুর গ্রামে। থানা পুলিশ সূত্রে জানা যায়, গোরকপুর গ্রামের মৃত মুস্তাকিম আলীর পুত্র শামীম আহমদ (২৫) এর সাথে পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলার নয়াখেল দক্ষিণ গ্রামের মুহিবুল আলমের মেয়ে তাহমিনা আক্তার বিলকিস (২০) এর বিয়ে হয়। বিয়ের প্রায় ৫বৎসর অতিবাহিত হলেও তাহমিনার গর্ভে কোন সন্তান আসেনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত্রে প্রতিদিনের মতো স্বামী-স্ত্রী রাতের খাবার শেষে তাদের নিজ ঘরে ঘুমাতে যায়। পরদিন সকালে তাদের কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ীর লোকজন তাদের ঘরের সামনের দরজায় তালা ঝুলে আছে দেখতে পান। এসময় বাড়ীর লোকজন ঘরের পিছনের ভাঙ্গা দরজা দিয়ে ভিতরে ঢুকে তাহমিনা আক্তার বিলকিসের লাশ বিছানায় উপোড় অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় লোকজন কানাইঘাট থানা পুলিশকে খবর দিলে গতকাল সকালে থানার ওসি (তদন্ত) রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত তাহমিনা আক্তার বিলকিসের লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী ঘাতক শামীম আহমদ পলাতক রয়েছে। পুলিশ ধারনা করছে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পিতা মুহিবুল আলম বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়