পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার বলেছেন, �শিশু মৃত্যু ও প্রসূতি মৃত্যুর হার কম হওয়ায় বাংলাদেশ এ বছর জাতিসংঘ থেকে পুরস্কার লাভ করেছে। এটা আমাদের জন্য, দেশের জন্য সম্মানের।�শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পাবনার গোপালপুরে তারারমেলা কার্যালয় চত্বরে এফপিএবি, পাবনার উদ্যোগে আয়োজিত জন্মনিয়ন্ত্রণ বড়ি �হাসি� ও �মুক্তি�র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।তবে শিশু ও মাতৃ মৃত্যুর সংখ্যা একেবারে শূন্যে নামিয়ে আনতে সবাইকে সচেতনভাবে কাজ করে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন পরিকল্পনামন্ত্রী।পরিকল্পনামন্ত্রী আরও বলেন, �পরিবার-পরিকল্পনা পদ্ধতি নেওয়ার মধ্যে লজ্জার কিছু নেই। একটি সাধারণ পরিবারের জন্য দু�টি সন্তানই যথেষ্ট।�মন্ত্রী বলেন, �স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, চিকিৎসা দেওয়ার সামর্থ্যের দিকে লক্ষ্য রেখে স্বামী-স্ত্রীকে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিতে হবে।�অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এফপিএবির পাবনা শাখার সাবেক সভাপতি ওয়াজি উদ্দিন খান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এফপিএবি বাংলাদেশের অতিরিক্ত নির্বাহী পরিচালক কেএম তারেক।বরেণ্য অতিথির বক্তব্য রাখেন, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বেবী ইসলাম, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম।এফপিএবি, পাবনা শাখার সভাপতি মো. রওশন উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অবৈতনিক সাধারণ সম্পাদক এম ফজলে করিম দারা।পরে পরিকল্পনামন্ত্রী এফপিএবির উদ্যোগে ও রেনেটা লিমিটেডের প্রস্তুতকৃত স্বল্পমাত্রার জন্মনিয়ন্ত্রণ বড়ি �হাসি� ও জরুরি জন্মনিরোধক বড়ি �মুক্তি�র মোড়ক উন্মোচন করেন।খবর:-ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়