Sunday, July 15

বিএনপি ক্ষমতায় গেলে দুটি পদ্মা সেতু করা হবে- এম কে আনোয়ার

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী এমকে আনোয়ার এমপি বলেছেন, সরকারের দুর্নীতির কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতু চুক্তি বাতিল করেছে। বিশ্বব্যাংক বলেছে তদন্ত করতে। আপনারা কেন তদন্ত করছেন না, কারণ আপনাদের তদন্ত করার সাহস নেই। বিএনপি ক্ষমতায় গেলে দুটি পদ্মা সেতু তৈরী করা হবে। তিনি শনিবার কুমিল্লার হোমনা শিল্পকলা একাডেমিতে পৌর বিএনপি, পৌর যুবদল ও খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা �১২ এর পুরস্কার বিতরণী উপলক্ষ্যে পৃথক দুটি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সভা শেষে মোঃ মোজাম্মেল হক মুকুল এবং ছানাউল্লাহ সরকারকে সাধারণ সম্পাদক করে ১৬১ সদস্য বিশিষ্ট হোমনা পৌর বিএনপি এবং মোঃ শাহ আলম হিমেলকে সভাপতি ও মোঃ আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট পৌর যুবদলের কমিটি ঘোষণা করা হয়। সরকারের কড়া সমালোচনা করে এমকে আনোয়ার বলেন, এ সরকার অর্থনীতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। শেখ মুজিবও এদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। এরই পদাঙ্ক অনুসরণ করে বর্তমান আ.লীগ জোট সরকার দুর্নীতির মাধ্যমে শেয়ার মার্কেট, তেল, গ্যাস, বিদ্যুতসহ সব খাতকে ধ্বস করে দিয়েছে। তাদের অনুগত বাহিনী শেয়ার মার্কেট থেকে ১ লক্ষ কোটি টাকা উঠিয়ে নিয়ে উদিয়মান ক্ষুদ্র বিনিয়োগকারীগণকে পথে বসিয়ে দিয়েছে। তিনি এ সরকারকে ইসলাম বিদ্বেষী উল্লেখ করে বলেন, আজ টুপি দ্বাড়ি পড়তে দেখলে তাদেরকে জঙ্গীবাদ বলে আখ্যা দেয়া হয়। তাদের এহেন কর্মকান্ডে আজ ইসলামী মূল্যবোধ হুমকীর সম্মুক্ষীণ। এম কে আনোয়ার বলেন, বেগম খালেদা জিয়া ডাক দিয়েছেন স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে আরেকটি মুক্তিযুদ্ধের জন্য তৈরি থাকুন। পৌর বিএনপির সভাপতি মো. মোজাম্মেল হক মুকুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাহফুজুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আজিজুর রহমান মোল্লা, ছানাউল্লাহ সরকার, মিজানুর রহমান, যুবদল নেতা শাহ আলম হিমেল, আলমগীর হোসেন, ছাত্রনেতা মোঃ জহিরুল ইসলাম, মোঃ অহিদুজ্জামান মোল্লা, এটিএম মাহফুজুল ইসলাম শফিক, সিরাজ মিয়া, আহসান উল্লাহ ও অপর অনুষ্ঠানে খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফজলুল হক মোল্লা, বাংলাদেশ শিক্ষক সমিতি হোমনা উপজেলার সাধারণ সম্পাদক এটিএম মফিজুল ইসলাম শরীফ ও অভিভাবক সদস্য মোঃ কামাল উদ্দিন প্রমুখ। খবর"-ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়