Tuesday, July 24

নুহাশ পল্লীতে মানুষের ঢল

বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদকে শেষ বিদায় জানাতে নুহাশ পল্লীতে ভিড় করেছেন হাজারো মানুষ। নানা শ্রেণী পেশার মানুষ শেষ বারের মতো হুমায়ূন আহমেদকে দেখতে জড়ো হয় সেখানে। প্রিয় লেখকের কফিনে অগনিত ভক্তরা জানায় শেষ শ্রদ্ধা। নুহাশ পল্লীর মাঠে রাখা কফিনে পাশ দিয়ে সারিবদ্ধভাবে ভক্তরা শুভান্যধ্যায়ীরা শেষ বারের মতো শ্রদ্ধা জানানিয়েছেন লেখককে। কফিনের পাশে লেখকের বড় ছেলে নুহাশ, ভাই ড. জাফর ইকবাল ও পরিবারের অন্য সদস্যরা ছিলেন। হুমায়ূন আহমেদকে শ্রদ্ধা জানিয়ে স্থানীয় বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় শোকের ব্যনার পোস্টার নিয়ে সকাল থেকেই অপেক্ষা করছিলেন। তারাও নন্দিত কথা সাহিত্যিককে শেষ শ্রদ্ধা জানিয়েছে। প্রিয় নুহাশ পল্লীতে শেষ জানাযায় হাজারো মানুষ অংশ নেয়। সর্ব শেষে হাজারো মানুষের অংশগ্রহণে চেনা ভূবণ নুহাশ পল্লীর লিচু তলায় হুমায়ূন আহমেদ চির নিদ্রায় শায়িত হলেন। ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়