জাতিসংঘের মানবাধিকার সংস্থার একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে গুম পরিস্থিতি পর্যবেক্ষণ ও কয়েকটি ঘটনার �জরুরিভিত্তিতে� তদন্ত করতে শিগগিরই ঢাকা আসছে । জাতিসংঘ মানবাধিকার সংস্থার সচিবালয়ে যোগাযোগ করা হলে জানানো হয়, পাঁচ সদস্যের স্বাধীন বিশেষজ্ঞ দলের সফরসূচি এখনো নির্ধারিত হয়নি।জাতিসংঘের মানবাধিকার বিষয় দূতের কার্যালয়ের অধীনে সুইজারল্যান্ডের জেনেভা�স্থ �গুম বিষয়ক জাতিসংঘ কর্মপরিষদ�র সদ্য সমাপ্ত ৯৭তম অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া ২০০টি গুমের অভিযোগ পর্যালোচনা করেছে কর্মপরিষদ। এসব গুম তদন্তে বিভিন্ন দেশের সরকারের তথ্য চেয়েছিল সংস্থাটি। অধিবেশনে এসব তথ্যও যাচাই করে দেখা হয়। এর মধ্যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে দায়েরকৃত অনেকগুলো অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তদন্ত চালিয়ে যাবে জাতিসংঘ।তবে সংস্থাটি জানিয়েছে, এই ২০০টি অভিযোগের মধ্যে ১৩টি গুমের অভিযোগ �জরুরিভিত্তিতে� খুব তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ; যার মধ্যে বাংলাদেশের একটি গুমের অভিযোগও রয়েছে।গত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এ জেনেভায় এ অধিবেশন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় বাহিনীর হাতে গুম হওয়ার অভিযোগ আছে এমন ব্যক্তিদের পরিবারকে তাকে খুঁজে পেতে বা প্রকৃত ঘটনা উদঘাটন করতে ১৯৮০ সালে �গুম বিষয়ক জাতিসংঘ কর্মপরিষদ� গঠন করা হয়। খবর:-ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়