বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন । সরকার এ বিষয়ে মঙ্গলবার বিকেলে একটি প্রজ্ঞাপন জারি করবে বলে জানা গেছে।সৈয়দ আবুল হোসেনের পদত্যাগের পর ইয়াফেস ওসমানকে এ দায়িত্ব দেয়া হলো।পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগে গত সোমবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। এর আগে তিনি যোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।এদিকে, মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিশ্বব্যাংকের শর্ত পূরণের অংশ হিসেবেই সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেছেন। খবর:-ফেয়ার নিউজ
Congra....tion
ReplyDelete