Sunday, July 15

বরেণ্য স্থপতি মাজহারুল ইসলাম আর নেই

স্থপতি মাজহারুল ইসলাম আর নেই। বাংলাদেশের স্থাপত্যশিল্পকে তিনি অনেকদূর এগিয়ে নিয়ে গেছেন। মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেয়া এই বরেণ্য স্থপতি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে শনিবার মধ্যরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।ইনস্টিটিউট অব আর্কিটেক্টস, বাংলাদেশের (আইএবি) সহ সভাপতি স্থপতি কাজী গোলাম নাসির বলেন, বরেণ্য স্থপতি মাজহারুল ইসলাম বেশ কিছুদিন ধরেই নানা ধরনের সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় মাস দেড়েক আগে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাত ১২টার পর সেখানেই মারা যান তিনি।ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, মাজহারুল ইসলাম বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে গত ৩১ মে এই হাসপাতালে ভর্তি হলেও একজন ক্যান্সার বিশেষজ্ঞের অধীনে চিকিৎসাধীন ছিলেন।আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই স্থপতি ইনস্টিটিউট অব আর্কিটেক্টস, বাংলাদেশের প্রথম সভাপতি ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধসহ বিভিন্ন সময়ে বিভিন্ন প্রগতিশীল আন্দোলন ও সাংস্কৃতিক কর্মকান্ডেও তিনি সক্রিয় ছিলেন। জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল স্থাপত্য নকশা, জাতীয় গ্রস্থাগার, ঢাকা বিশ্ববিদ্যালয়েল চারুকলা ইনস্টিটিউট ও লাইব্রেরি ভবন, রাঙ্গামাটি শহর পরিকল্পনাসহ দেশের অধিকাংশ পলিটেকনিক ইনস্টিটিউটের নকশা তৈরি হয়েছিল তারই হাত দিয়ে।মাজহারুল ইসলাম ১৯২৩ সালের ২৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্ম নেন। স্থাপত্যশিল্পে অবদানের জন্য ১৯৯৯ সালে স্বাধীনতা পুরস্কারসহ জীবনভার বিভিন্ন পুরস্কার ও সম্মাননা তিনি পেয়েছেন।আইএবির সাবেক যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব জানান, মাজহারুল ইসলামের মরদেহ রোববার বেলা ১১টায় চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় নেওয়া হবে। এরপর জোহরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে কফিন নেওয়া হবে গুলশান-২ এ তার বাসায়। সেখানে আরেকটি জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে এই স্থপতিকে দাফন করা হবে বলে তিনি জানান খবর:-ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়