বৃহস্পতিবার নিউ ইয়র্কের সন্ধ্যা (বাংলাদেশ সময় শুক্রবার সকাল) বাংলাদেশ মিশনে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল আমিরা হকের সংবর্ধনা অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বলেছেন বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে ।শান্তি মিশনে বাংলাদেশী সৈন্যদের বিশেষ সাফল্যের কথা তুলে ধরে জাতিসংঘ তিনি বলেন, বাংলাদেশ ভ্রমণের সময় রাজেন্দ্রপুর পিস বিল্ডিং ইনস্টিটিউটের প্রশিক্ষণ কর্মসূচি আমাকে মুগ্ধ করেছে। সিরিয়ার মতো গোলযোগপূর্ণ এলাকাতেও বাংলাদেশি শান্তিরক্ষীদের সাহসী ভূমিকা সবার দৃষ্টি কেড়েছে ।মহাসচিব বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়ন, নারী উন্নয়ন, বেকারত্ব নিরসন, কর্মসংস্থান, গ্রাম উন্নয়নসহ সামগ্রিক বিবেচনায় এগিয়ে যাচ্ছে। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল পদে বাংলাদেশের আমিরা হকের নিয়োগপ্রাপ্তিও সেই সাফল্যের স্বাক্ষর বহন করে। নারীরাও যে বিশ্ব শান্তি, সামাজি নিরাপত্তা এবং সামগ্রিক অগ্রগতিতে অপরিসীম ভূমিকা পালন করে চলেছেন, বাংলাদেশ তার অনন্য উদাহরণ, যোগ করেন তিনি।সংবর্ধনা অনুষ্ঠানে জাতিসংঘে আমিরা হকের ৩৬ বছরের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেন।পূর্ব তিমুরে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হিসাবে দায়িত্ব পালন করার পর গত ২৫ এপ্রিল আমিরা হককে আন্ডার সেক্রেটারি জেনারেল হিসাবে নিয়োগ দেন বান কি মুন।আমিরা হক বলেন, যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাকে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেওয়া হয়েছে, তা পালন করতে কখনো পিছপা হব না।অন্যদের মধ্যে জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল আনোয়ারুল করিম চৌধুরী, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, জাতিসংঘ মহাসচিবের স্ত্রী ইউ সুন টায়েক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়