Tuesday, July 3

কানাইঘাটে বন্যার্তদের মাঝে বিভিন্ন সংগঠনের ত্রাণ বিতরণ

কানাইঘাটে বন্যার্তদের মাঝে আজ মঙ্গরবার সকাল ১১টায় বাংলাদেশ ইসলামী ব্যাংক কানাইঘাট শাখার পক্ষ থেকে উপজেলার বড়চতুল ইউপি’র বন্যায় ক্ষতিগ্রস্ত ৫টি গ্রামের লোকদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আর্তিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনের জোনাল হেড মোঃ শফিকুর রহমান, ব্যাংকের সিলেট জুন কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন, বড়চতুল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী। ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব আলমাছ উদ্দিন চৌধুরী, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইসলাম উদ্দিন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের কানাইঘাট শাখার ব্যবস্থাপক শেখ মোঃ ওয়ালী উল্লাহ, পরিচালনা করেন, মামুনুর রশিদ ও ব্যাংকের ফিল্ড অফিসার আকতারুজ্জামান আকন্দ, দেলোওয়ার আহমদ, কোরআন তেলাওয়াত করেন, ব্যাংকের কানাইঘাট শাখার এসবিআইএফ মোঃ হারিছ উদ্দিন। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কানাইঘাট উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুল করিম, জামায়াত নেতা এ.কে.এম ওলিউলাহ, হাফিজ মঈন উদ্দিন, মাওঃ আলী আহমদ, আব্দুল মতিন, সাহার উদ্দিন, আলা উদ্দিন, হাবিব আহমদ, ইয়াসিন আলী, লাল মিয়া প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়