Saturday, July 28

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পর্দা উঠলো অলিম্পিকের

শনিবার দ্যা ব্যাটল অব দ্যা অলিম্পিয়ন্স, লন্ডন অলিম্পিক ২০১২ এর পর্দা উঠলো । শেকসপিয়ারের টেমপেস্ট থেকে শুরু করে জেমস বন্ড, মিস্টার বিন, আকরাম খান ও সাবেক বিটলস স্যার পল ম্যাককার্টনির গান, ও এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্বের সবচেয়ে বৃহৎ এ ক্রীড়া মহাযজ্ঞের উদ্বোধন হয়। বৃটিশ রাণী দ্বিতীয় এলিজাবে ৩০ তম অলিম্পিকের আসর উদ্বোধন করেন । গ্রিনিচ মান সময় ৮টা আর বৃটিশ সময় ৯টায় (বাংলাদেশ সময় রাত ২ টায়) প্রায় ৬২,০০০ দর্শকের সামনে শুরু হয় অনুষ্ঠান। স্লামডগ মিলেনিয়ামখ্যাত চলচ্চিত্রকার ড্যানি বয়েল উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন । উদ্বোধনী অনুষ্ঠানে তিন ঘণ্টার চোখ ধাঁধানো নানা আয়োজন ছিল । বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক এ আকর্ষণীয় অনুষ্ঠান টেলিভিশনের সরাসরি উপবোগ করেন। দু� সপ্তাহব্যাপী বিশ্ব ক্রীড়াযজ্ঞের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় অলিম্পিক মশাল প্রজ্বলনের মাধ্যমে । বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বিশ্ববাসীকে লন্ডন অলিম্পিকে আমন্ত্রণ জানিয়ে বক্তৃতা দেন।এটা লন্ডনের তৃতীয় অলিম্পিক। এর আগে ১৯০৮ ও ১৯৪৮ সালে অলিম্পিক গেমস হয় ইংল্যান্ড ও যুক্তরাজ্যের এই রাজধানী শহরে। বিশ্বের সবচেয়ে বড় ও নিখুঁতভাবে �টিউনিং� করা একটি ঘণ্টার ধ্বনী দিয়ে শুরু হবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের।বেইজিংকে ছাড়িয়ে যাওয়ার প্রতিশ্র�তি দেয়া ড্যানি বয়েলের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে তুলে ধরা হয় যুক্তরাজ্যের গ্রামীণ �সবুজ ও সমাহিত� পটভূমি। সত্যিকারের খামারের গবাদি পশুই ব্যবহার করেন বয়েল। ছিল সত্যিকারের গরু-ছাগলই।সংগীত পরিচালনা করেছেন ইংল্যান্ডের ব্যান্ড �আন্ডারওয়ার্ল্ড�-এর বিখ্যাত জুটি রিক স্মিথ ও কার্ল হাইড। যুক্তরাজ্যের গর্ব সিক্রেট এজেন্ট �জেমস বন্ড�ও ছিলেন অনুষ্ঠানে। বর্তমান বন্ড ড্যানিয়েল ক্রেইগ অভিনীত একটি শর্ট ফিল্ম দেখানো হয় বিশাল পর্দায়। আর অনুষ্ঠানের শেষ প্রান্তে ছিল �বিটলস� খ্যাত স্যার পল ম্যাককার্টনির গান। যুক্তরাজ্যে ভারতীয় প্রভাব বোঝাতে ছিল জনপ্রিয় সুরকার এ আর রহমানের সুর করা একটি পাঞ্জাবি গানও।উদ্বোধনী অনুষ্ঠানে রাণীর স্বামী �ডিউক অব এডিনবার্গ� প্রিন্স ফিলিপ এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি জ্যাক রগের উপস্থিতিতে স্বাগত বক্তব্য রাখেন লন্ডন অলিম্পিক আয়োজক কমিটির সভাপতি সেবাস্টিয়ান কো। এবারের অলিম্পিকে ২৬টি খেলায় ৩০২টি ইভেন্টে ২০৪টি দেশের প্রায় সাড়ে ১০ হাজার প্রতিযোগী অংশ নিচ্ছেন।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের শতাধিক দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বাংলাদেশ আগের মতো এবারও �ওয়াইল্ড কার্ড� নিয়ে অলিম্পিকে অংশ নিচ্ছে । শুটিংয়ে শারমিন আক্তার রত�া, আরচারিতে ইমদাদুল হক মিলন, সাঁতারে মাহফিজুর রহমান সাগর, অ্যাথলেটিক্সে মোহন খান ও জিমন্যাস্টিক্সে সাইক সিজার বাংলাদেশের পাঁচ প্রতিযোগী।বৃটিশ সময় সকাল ৮টা ১২ মিনিটে গণঘণ্টা বাজানোর মধ্য দিয়ে গৌরবের দিনটি শুরু করে লন্ডনবাসীরা। রাজা ষষ্ঠ জর্জ মারা যাওয়ার পরে এই প্রথম �বিগ বেন� বাজানো হয় তিন মিনিট ধরে।স্থানীয় সময় বিকাল ৫টায় লন্ডনে রাণী ও ডিউক অব এডিনবরা বিশ্বের প্রায় ১০০টি দেশের প্রধানদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। বাকিংহাম প্যালেসের এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামাও উপস্থিত ছিলেন। খবর:-ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়