Sunday, July 29

আমরা কারও কাছে হাত পাতব না : শেখ হাসিনা

শনিবার সন্ধ্যায় লন্ডনের ওয়েস্ট মিনিস্টারের পার্ক প্লাজা হোটেলে যুক্তরাজ্য আওয়ামীলীগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার পদ্মা সেতুর জন্য ইতিমধ্যে দেড় হাজার কোটি টাকা নিজস্ব অর্থায়ন থেকে খরচ করেছে। সেটা অব্যাহত থাকবে। তবে কোনো সংস্থা যদি এগিয়ে আসে আমাদের সহায়তার জন্য, আমরা সেটা নেব। আমরা কারও কাছে হাত পাতব না। আমরা স্বনির্ভরভাবেই পদ্মা সেতু করব।তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছি আর একটি সেতু করতে পারব না? পদ্মা সেতু হবেই হবে। দেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বেশি বিনিয়োগের জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহবান জানান তিনি। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরিক্ত কথা বলেন। খবর:-ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়