Wednesday, August 1

সংসদ ভবনে দর্শনার্থী প্রবেশের নতুন নিয়ম

আগামীকাল বুধবার সংসদ ভবনে দর্শনার্থী প্রবেশের নতুন নিয়ম চালু হবে । বৈধ পরিচয়পত্রধারী যে কেউই এখন সংসদ ভবনে ঢুকতে পারবেন। তবে এর জন্য পরিচয়পত্র জমা দিয়ে তাকে একটি নির্দিষ্ট কার্ড নিতে হবে। সংসদ ভবন থেকে বের হওয়ার সময় ওই কার্ড জমা দিয়ে নিজের পরিচয়পত্র ফেরত নিয়ে যেতে পারবে। তবে আগের মতো নতুন নিয়মের মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর কড়াকড়ি বহাল থাকছে। এছাড়া আগের মতো কাগজের পাস নিয়ে সংসদ ভবনে ঢোকার নিয়মও বহাল থাকছে।জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, বা যেকোনো ধরনের বৈধ পরিচয়পত্র থাকলে সেটি জমা দিয়ে সংসদ ভবনে ঢোকার প্রবেশ কার্ড সংগ্রহ করতে পারবে। যতক্ষণ একজন দর্শনার্থী সংসদ ভবনে থাকবেন তাকে ওই কার্ড গলায় ঝুলিয়ে রাখতে হবে। দর্শনার্থী সংসদ ভবন থেকে বের হয়ে যাওয়ার সময় ওই কার্ড ফেরত দিয়ে জমা দেওয়া পরিচয়পত্র নিয়ে যেতে পারবে।সংসদ সচিবালয়ের সার্জেন্ট-অ্যাট-আর্মস ক্যাপ্টেন ফারুক হাসান বলেন, দর্শনার্থী প্রবেশের ব্যবস্থা সহজ করতেই নতুন নিয়ম চালু করা হচ্ছে। এখন বৈধ পরিচয়পত্রধারী যেকেউই সংসদে প্রবেশ করতে পারবে। তবে আগের মতো কাগজের পাসও চালু থাকবে। নতুন নিয়মটি দর্শনার্থীদের কাছে পরিচিত হয়ে উঠলে ধীরে ধীরে কাগজের পাস দেওয়া বন্ধ করা হবে।সংসদ সচিবালয় জানায়, নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্টদের এরইমধ্যে এ বিষয়ে সার্জেন্ট-অ্যাট-আমর্সের (সংসদের প্রধান নিরাপত্তা কর্মকর্তা) কার্যালয় থেকে প্রয়োজনীয় ব্রিফিং দেওয়া হয়েছে। জাতীয় সংসদের ওয়েবসাইটেও এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে চলতি মাসেই সংসদ ভবনে দুটি নোটিশ বোর্ড টানানো হয়েছে।প্রসঙ্গত, বর্তমানে সংসদ ভবনে প্রবেশের ক্ষেত্রে সংসদ সদস্য, বা পরিচিত কোনো কর্মকর্তার স্বাক্ষরযুক্ত ফর্ম জমা দিয়ে প্রবেশ পাস নিত হয়। বের হওয়ার সময় ওই পাস জমা দেওয়ার নিয়ম রয়েছে। তবে বিদেশি পর্যটকদের সংসদ ভবন ঘুরে দেখতে সংশ্লিষ্ট শাখার মাধ্যমে আবেদন ও নির্দিষ্ট ফি জমা দিয়ে হবে।নৌ-বাহিনীর এ কর্মকর্তা আরও বলেন, �সংসদ ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় পাস ফেরত দেওয়ার নিয়ম চালু রয়েছে। তবে অনেকেই তা মানছেন না। একারণে প্রতিদিন ঠিক কতজন দর্শনার্থী আসছে সে হিসাব বের করা যাচ্ছে না। নতুন নিয়মে সবাই অভ্যস্ত হয়ে গেলে কাগজের পাস দেওয়া বন্ধ করা হবে।� মোবাইল ফোনের প্রসঙ্গে তিনি বলেন, �অনুমোদিত ব্যক্তি ছাড়া মোবাইল ফোন নিয়ে সংসদে ঢোকার যে বিধিনিষেধ রয়েছে তা এখনই পরিবর্তন করা হবে না। খবর:-ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়