কানাইঘাট উপজেলার ৪নং সাতবাঁক ইউনিয়নের ভাড়ারী মাটি সুরমা নদীর খেওয়া ঘাটে জনস্বার্থে একটি যাত্রি ছাউনি ও খেওয়া ঘাটের নদীর ঘাট পাঁকা করনের দাবী জানিয়েছেন, এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্থরের জনসাধারণ। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে উক্ত খেওয়া ঘাটে কোন যাত্রী ছাউনি না থাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও নারী পুরুষদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। উক্ত খেওয়া ঘাটে উভয় ধারে কোন জনবসতি না থাকায় বিশেষ করে বর্ষা মৌসুমে পর্যাপ্ত পরিমাণ খেওয়া নৌকার অভাবে নদীর ঘাট দিয়ে যাতায়াতকারী লোকজন বর্ষা ও রোদ্রে কোথাও দাড়াবার নিরাপদ যায়গা খোঁজে পান না। বিশেষ করে উক্ত খেওয়া ঘাট দিয়ে এলাকায় বিভিন্ন গ্রামের যাতায়াতকারী শিক্ষার্থীদের বিড়ম্বনা লাঘবে নদীর ঘাটটি পাঁকা করণ ও একটি যাত্রী ছাউনি সরকারীভাবে স্থাপনের দাবী জানিয়েছেন এলাকাবাসী। গত ২০/০৬/২০১২ইং তারিখে এলাকাবাসীর পক্ষে ভাড়ারী মাটি খেওয়া ঘাটে যাত্রী ছাউনি স্থাপনের দাবী জানিয়ে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান বরাবরে স্থানীয় পাত্রমাটি গ্রামের কলেজ পড়–য়া নুরুল আম্বিয়া এলাকাবাসীর পক্ষে দরখাস্ত দাখিল করেছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়