Tuesday, July 17

সরকার এককভাবে নির্বাচনের ষড়যন্ত্র করছে : জয়নুল আবদিন ফারুক

বিরোধীদলীয় চীপ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগ তার বন্ধু এরশাদকে নিয়ে
এককভাবে নির্বাচনের ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, বিএনপিকে বাদ
দিয়ে এদেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। মহাজোটকে নিয়ে সরকার এককভাবে
নির্বাচন করার �ষড়যন্ত্র� করছে বলে তিনি অভিযোগ করেছেন।সোমবার দুপুরে এক জাতীয়
প্রেস ক্লাবের সামনের ফুটপাতে জাতীয়তাবাদী বন্ধুদলের উদ্যোগে রমজান উপলক্ষে
নিত্যপ্রয়োজনীয় দ্র্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং নিখোঁজ ইলিয়াস আলীর
সন্ধানের দাবিতে এই প্রতীকী অনশন তিনি এসব কথা বলেন। সকাল ১০টা থেকে তিন ঘণ্টা অনশন
করে সংগঠনের নেতা-কর্মীরা।জয়নুল আবদিন ফারুক বলেন, ১৯৭৩ সালের স্টাইলে বর্তমান
সরকার একটি নির্বাচন করার ষড়যন্ত্র করছে। স্বৈরাচার এরশাদকে নিয়ে তারা এই নির্বাচন
করতে চায়। অতীতে এরশাদও গৃহপালিত বিরোধী দল নিয়ে এককভাবে নির্বাচন
করেছিল।বিরোধী দলীয় প্রধান হুইপ বলেন, পদ্মা সেতুর দুর্নীতির সঙ্গে
প্রধানমন্ত্রীর পরিবার জড়িত আছে। সরকার যদি দুর্নীতির সঙ্গে জড়িত না হয়ে থাকে তাহলে
কেনো বিশ্ব ব্যাংকের চিঠি জনসমক্ষে প্রকাশ করছে না।তিনি বলেন, পদ্মা সেতুর
ঋণচুক্তি বাতিলে বিএনপি জামায়াতের দুর্নীতির কথা বলে আর ভাঙ্গা রেকর্ড না বাজিয়ে
সাহস থাকলে বিশ্বব্যাংকের চিঠিগুলো জনসম্মুখে প্রকাশ করুন। তাহলেই প্রমাণ হবে কেন
এটা বাতিল করা হয়েছে।ফারুক বলেন, সরকার প্রধান বিরোধী দল বিএনপিকে বাদ দিয়ে
নির্বাচন করার ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের এ দিবাস্বপ্ন কোনো দিন পূরণ হবে না। আর
বাংলাদেশে এ ধরনের নির্বাচন হতে দেয়া হবে না।তিনি আরো বলেন, সরকারের দুর্নীতির
কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল করলেও তারা এখন জনগণের টাকায় এ সেতুর
অর্থায়ন করার কথা বলছে। এটা সম্ভব না। তিনি অবিলম্বে বিশ্ব্যাংকের চিঠি প্রকাশ,
ইলিয়াস আলীর সন্ধান ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি জানিয়ে সরকারের উদ্দেশে
বলেন, অন্যথায় ঈদের পরে যে কঠোর আন্দোলন শুরু হবে আপনার পুলিশ, র‌্যাব দিয়ে তা
বন্ধ করতে পারবেন না।সংগঠনের সভাপতি শরীফ মোস্তফা জামান লিটুর সভাপতিত্বে
প্রতিকী অনশনে সংহতি প্রকাশ করে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর
বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন
আলাল, বিএনপির সহ-দফতর বিষয়ক সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম, সহ-তথ্য ও
গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও সাবেক সাংসদ হেলেন জেরিন খান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়