Friday, July 6

মালয়েশিয়ায় অগ্নিকান্ডে নিহত ৫ বাংলাদেশীর লাশ দেশে এসেছে

মালয়েশিয়ায় অগ্নিকান্ডে নিহত ৫ বাংলাদেশীর লাশ দেশে এসে পৌঁছেছে। শুক্রুবার ভোর পাঁচটায় একটি ফ্লাইটযোগে মৃতদেহগুলো ঢাকার শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সরকারের পক্ষে প্রবাসী কল্যাণ সচিব মিজানুর রহমান মৃতদেহগুলো গ্রহণ করেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে সকাল ৮টার দিকে মৃতদেহগুলো আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এসময় সরকারের পক্ষ থেকে দাফনের জন্য প্রতি পরিবারকে ৩৫ হাজার টাকার চেক দেয়া হয়। এরপর কফিনবন্দী মৃতদেহগুলো নিয়ে গাড়িযোগে ব্রাক্ষনবাড়িয়ার নবীনগরের বড়িকান্দি ইউনিয়নের উদ্দেশ্যে রওয়ানা হয়ে যান নিহতের স্বজনরা। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুল ইসলাম মেহেদী সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার জুম্মার নামাজের পর বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহত পাঁচজনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে নিহতদের লাশ নিজ নিজ বাড়ির কবরস্থানে দাফন করা হবে। ব্রাক্ষনবাড়িয়া ৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব:) এবি তাজুল ইসলাম এবং ব্রাক্ষনবাড়িয়া ৫ আসনের সংসদ সদস্য জিকরুল আহমেদ খোকনসহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ জানাজা ও দাফনে উপস্থিত থাকবেন।গত ৩ জুলাই রাতে মালয়েশিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে মারা যান দুই সহোদরসহ পাঁচ বাংলাদেশী শ্রমিক। নিহতরা হলেন বড়িকান্দি ইউনিয়নের গাজিউল মিয়ার ছেলে বাছির মিয়া (২৫) ও ফারুক মিয়া (২২), চুনু মিয়ার ছেলে মো. হাফেজ (২৮), নুরজাহানপুর গ্রামের প্রবাসী জয়নাল মিয়ার ছেলে সজীব (২৮) এবং ধরাভাঙ্গা গ্রামের কিবরিয়ার ছেলে গোলাম সরোয়ার বাবু (৩০)।ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়