Tuesday, July 24

বৃষ্টির মধ্যেই নুহাশপল্লীতে জানাজা

বৃষ্টির মধ্যেই নুহাশপল্লীতে জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের দাফনপূর্ব জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাযায় অসংখ্য মানুষ অংশ নিয়েছে। এর আগে তারই হাতে গড়া গাজীপুরের নুহাশপল্লীতে মরদেহ দাফনের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। বেলা ১২টায় তাকে বহনকারী অ্যাম্বুলেন্স নুহাশপল্লীতে পৌঁছায়।বেলা সোয়া ১২টার দিকে সেখানে পৌঁছেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, ছেলে নিনিত ও নিষাদ। এসেছেন হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ।এর আগে হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার সকাল ৯টা ২৫ মিনিটে তাকে বহনকারী জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের একটি লাশবাহী অ্যাম্বুলেন্স বারডেম থেকে বের হয়ে যায়। এসময় পুলিশের ৩টি গাড়ি সঙ্গে ছিল।ঢাকা-গাজীপুর সড়কের আবদুল্লাহপুর থেকে ২টি গাড়িতে করে যোগ দেন হুমায়ূন আহমেদের ভাই ড. জাফর ইকবাল, আহসান হাবীব, ছেলে নুহাশ আহমেদ, মেয়ে শীলা ও নোভাসহ স্বজনেরা।বারডেমের হিমঘর থেকে মরদেহ গ্রহণ করেন শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী। জনপ্রিয় এ লেখকের মরদেহ শেষ বারের মতো দেখতে সকাল থেকে বারডেমের সামনে ভিড় করেছিলেন অনেক মানুষ। সোমবার গভীর রাতে পারিবারিক সিদ্ধান্তের ভিত্তিতে নুহাশপল্লীতে দাফন হবে হুমায়ূন আহমেদের। এদিন দিবাগত রাত ২টা ১০ মিনিটে একথা সাংবাদিকদের জানান ড. জাফর ইকবাল। খবর:-ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়