Tuesday, July 24

কানাইঘাটে বিদ্যুত বিভ্রাটে দুর্ভোগ

নিজাম উদ্দিন:-

কানাইঘাটে পবিত্র রমজান মাসের শুরুতে পল্লী বিদ্যুৎের লোডশেডিং পূর্বের চাইতে বেড়ে যাওয়ায় ধর্মপ্রাণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রমজানের প্রথম ও দ্বিতীয় দিনে সাহরি ও ইফতার এবং তারাবির নামাযের সময় দফায় দফায় বিদ্যুতের আসা যাওয়ার খেলায় উপজেলার সর্বত্র বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে ােভ বিরাজ করছে। যে কোন সময় এ নিয়ে পল্লীবিদ্যুৎ কানাইঘাট জোনাল অফিসে অনাঙ্কাখিত ঘটনা ঘটতে পারে। পবিত্র রমজান মাস উপল্েয সেহরী ও ইফতারের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে সরকারের এমন ঘোষণায় কিছুটা হলেও আশ্বস্থ হয়েছিল এখানকার বিদ্যুৎ গ্রাহকরা। কিন্তু বাস্তবে দেখা যায়, তার পুরো বিপরীত। রমজানের শুরুতে লোডশেডিং আর বিদ্যুৎ বিভ্রাট আরো বেড়ে গেছে। প্রায়ই ইফতারের পূর্বে, তারাবীহ এবং সেহরীর সময় বিদ্যুৎ থাকে না। প্রত্রন্ত অঞ্চলের গ্রামগুলোর অবস্থা আরো করুণ গড়ে অনেক এলাকার মানুষ ৭/৮ঘন্টা বিদ্যুৎ পেয়ে থাকেন। বিশেষ করে উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় সাময়িক পরীা চলাকালীন সময়ে, ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে ঠিকমতো লেখাপড়া করতে পারছে না। বিদ্যুতের লোডশেডিংয়ের ফলে স্থানীয় ব্যবসায়ীরা যেমন বিপাকে পড়েন তেমনিভাবে কম্পিউটার স্টুডিও, ওয়ার্কশপ, রাইছমিল, স’মিল সহ অন্যান্য ছোট ছোট কলকারখানায় স্বাভাবিক উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিউলী কম্পিউটারের পরিচালক সুজন চন্দ অনুপ দুঃখ প্রকাশ করে বলেন, বিদ্যুতের অভাবে যথাসময়ে গ্রাহকদের সেবা দিতে পারছিনা। এতে আমার ব্যবসার অপূরণীয় তিসাধিত হচ্ছে। এভাবে কানাইঘাট বাজারের অসংখ্য ব্যবসায়ী বিদ্যুতের লোডশেডিংয়ে ব্যবসা বাণিজ্যে ধস নামায় তাদের মাঝে ােভের দানা বাধছে। এ ব্যাপারে সিলেট পলীবিদ্যুৎ সমিতি-২ এর কানাইঘাট জোনাল অফিসের ডিজিএম তাজুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, কানাইঘাটে বর্তমানে ৭/৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। এর বিপরীতে আমরা প্রতিদিন মাত্র ৪ থেকে সাড়ে ৪ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি। যা দিয়ে কোনভাবে পুরো উপজেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব নয়। তবে তিনি লোডশেডিং পূর্বের চেয়ে কম দাবী করে বলেন, নির্ধারিত লোডশেডিং সর্বোচ্চ দেড় থেকে দুই ঘন্টার মধ্যে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। সম্প্রতি কুমারগাঁও থেকে বটেশ্বর পর্যন্ত ৩৩ কে.ভি পিডিবি লাইনে প্রায়ই সমস্যা দেখা দেয়, এজন্য গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছেন। অথচ এর দায়িত্ব নিতে হচ্ছে পল্লীবিদ্যুৎকে। সাহরি, ইফতার ও নামাযের সময় বিদ্যুৎ চলে যাওয়ার আমি বিদ্যুৎ গ্রাহকদের নানা প্রশ্নবানে জর্জরিত হচ্ছি। অথচ এর জন্য পল্লীবিদ্যুৎ কর্তৃপ দায়ী নয়। তিনি আরো বলেন, পিডিবি’র এ অনিয়ম দূর হলে কানাইঘাটে অনেকটা বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং হ্রাস পাবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়