Monday, July 23

কানাইঘাটে ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলে আছে বিদ্যুতের খুঁটি ও তার

কাওছার আহমদ:

কানাইঘাট উপজেলার মুলাগুল এলাকায় ঝুকিপূর্ণ অবস্থায় ঝুলে আছে বিদ্যুতের ক্যাবল ও খুঁটি। যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। এ অবস্থায় এলাকায় বিদ্যুৎ সংযোগ থাকলেও একটি ট্রান্স মিটার নষ্ট হওয়ায় দু’ সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই নিকটবর্তী সতিপুর গ্রামে। এতে জনদূর্ভোগ চরম আকার ধারণ করছে। জানা যায়, বন্যার পানিতে এলাকা প্লাবিত হলে পাহাড়ী ঢলের প্রবল স্রোতে মালবাহী কারগো বানের পানিতে ভেসে আসে এবং নিয়ন্ত্রণ হারিয়ে সতিপুর গ্রামের পশ্চিম পার্শ্বের লোভার চরের বিদ্যুতের খুঁটি ও ক্যাবলে ধাক্কা লাগে। এতে খুঁটি অনেকটা হেলে পড়ে এবং ক্যাবল ফিটিংয়ের অংশ ভেঙ্গে ঝুলে যায়। এলাকাবাসীর অভিযোগ বানের পানি শুকিয়ে গেলেও অদ্যাবধি বিদ্যুৎ কর্তৃপ মেরামতের উদ্যোগ নেয় নি। এছাড়া নিকটবর্তী বৈদ্যুতিক ট্রান্স মিটারটি নষ্ট হয়ে যাওয়ায় সতিপুর গ্রামে দু’সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই। অত্র এলাকার বাসিন্দা আলতাফ উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট থাকায় অনেক কষ্টের মধ্যে আছি। জনগণের দুর্ভোগের শেষ নেই। এব্যাপারে সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি- ২ কানাইঘাট জোনাল অফিসের ডিজিএম তাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বন্যার পানি থাকায় তিগ্রস্ত লাইন মেরামত করা সম্ভব হয় নি। এখন মাঠ পর্যায়ে তদন্ত সাপেে তিগ্রস্ত লাইন মেরামত করা হবে। আর নষ্ট ট্রান্স মিটারের সংযোগকৃত বিদ্যুৎ গ্রাহকের বকেয়া বিল পরিশোধ ও মেরামত খরচ প্রদান করলে নতুন ট্রান্স মিটারের মাধ্যমে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়