৩০তম অলিম্পিক গেমসের পর্দা উঠবে আজ। বাংলাদেশ সময় রাত ২টায় এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এটি লন্ডনে তৃতীয় অলিম্পিক। অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে অপরূপ রূপে সেজেছে লন্ডন। এর উদ্বোধন ঘোষণা করবেন রাণী এলিজাবেথ। আর স্বাগত বক্তব্য রাখবেন আয়োজক কমিটির সভাপতি সেবাস্টিয়ান কো। তবে আনুষ্ঠানিক উদ্বোধনের গুরুদায়িত্ব কে পালন করবেন তা বরাবরের মতো এবারও শেষ পর্যন্ত রহস্যই থাকবে। দর্শক মাতাতে সঙ্গীত পরিচালনায় ইংল্যান্ডের ব্যান্ড ‘আন্ডারওয়ার্ল্ড’-এর বিখ্যাত জুটি রিক স্মিথ ও কার্ল হাইড থাকবেন। একই সঙ্গে যুক্তরাজ্যের গর্ব সিক্রেট এজেন্ট ‘জেমস বন্ড’ও থাকছেন অনুষ্ঠানে। আর বর্তমান বন্ড ড্যানিয়েল ক্রেইগ অভিনীত একটি শর্ট ফিল্ম দেখানো হবে বিশাল পর্দায়। এছাড়া অনুষ্ঠানের শেষ ‘বিটলস’ খ্যাত স্যার পল ম্যাককার্টনির গান থাকবে। ভারতের জনপ্রিয় সুরকার এআর রহমানের সুর করা একটি পাঞ্জাবি গানও থাকছে এ অনুষ্ঠানে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এবারের অলিম্পিকে ২৬টি খেলায় ৩০২টি ইভেন্টে ২০৪টি দেশের প্রায় সাড়ে ১০ হাজার প্রতিযোগী অংশ নিচ্ছেন। আর আগের মতো এবারও ‘ওয়াইল্ড কার্ড’ নিয়ে বাংলাদেশ অলিম্পিকে অংশ নিচ্ছে। এছাড়া ১২ অগাস্ট সমাপণী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের পর্দা নামবে। খবর:-(দি-এডিটর)
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়