কানাইঘাট ৯নং রাজাগঞ্জ ইউপির বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এক কর্মী সমাবেশ গত শনিবার বিকাল ৫টায় স্থানীয় আনোয়ারা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। রাজাগঞ্জ ইউপি বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ফখরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং ইউপি ছাত্রদলের সভাপতি মুহিত আহমদের পরিচালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ-কানাইঘাট উপজেলা বিএনপির প্রধান সমন্বয়কারী চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ মামুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলার শরীফুল হক, জেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, জেলা যুবদলের অন্যতম নেতা নজরুল ইসলাম প্রধান, ৪নং সাতবাঁক ইউপি বিএনপির সভাপতি শাহজাহান সেলিম বুলবুল, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি রাশিদুল হাসান টিটু, কানাইঘাট পৌর বিএনপির প্রচার সম্পাদক নিজাম উদ্দিন। রাজাগঞ্জ ইউপি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন-রাজাগঞ্জ ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক ছইফ উদ্দিন, বিএনপি নেতা নূরুজ্জামান, মাষ্টার আব্দুল কুদ্দুস, হাজী মুহিবুর রহমান, তৈয়বুর রহমান, মাওলানা কয়ছর আহমদ, ফয়জুল হক, মতিন শিকদার, আব্দুস সালাম মেম্বার, নূরুল হোসেন নিমার মেম্বার, আনছার মিয়া, ওলিউর রহমান, ফখরুদ্দিন, তখলিছুর রহমান, সাবেক ছাত্রনেতা শাহীন আহমদ, শরীফ মেম্বার, তাহির আলী, ইউপি যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক কবির আহমদ, যুবদল নেতা শামসুল ইসলাম, বদরুল, ছাত্রদল নেতা মোঃ কিবরিয়া, আবুল হাসনাত চৌধুরী, শরীফ উদ্দিন, হোসেন আহমদ, সাদিক, জুবের আহমদ, আব্দুল করিম, মামুন, আব্দুল কাদির, কাওছার, জুবায়ের, ওলিউর রহমান প্রমুখ। কর্মীসভায় রাজাগঞ্জ ইউপির বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তারা সকল েেত্র ব্যর্থ সরকারের পদত্যাগ দাবী করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবী জানান। অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে গুমের শিকার সিলেটের এককোটি মানুষের প্রিয় নেতা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াছ আলীকে অত অবস্থায় ফিরিয়ে দেওয়াসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দমন-নিপীড়ন, হামলা-মামলা বন্ধ এবং কারাবন্দি সকল নেতাকর্মীদের মুক্তি না দিলে সিলেট থেকে সরকার বিরোধী আন্দোলন শুরু হবে বলে হুশিয়ারী উ্চ্চারণ করা হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়