দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ১ রানে হারিয়েছে বাংলাদেশ। সেই সাথে টি-২০ র্যাঙ্কিংয়ে নাম লেখালো বাংলাদেশ । বাংলাদেশের সহ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের দূর্দান্ত বোলিংয়ে এই দুটি প্রাপ্তিই সম্ভব করেছেন । শেষ ওভারে আয়ারল্যন্ডের যখন ৬ বলে ১০ রান দরকার আর হাতে আছে ৬ টি উইিকেট। তখনই তার রিয়াদের হাতে বল উঠে। তার প্রথম ৫ বলে আয়ারল্যান্ডের প্রাপ্তি ২ রান তাও দুটি উইকেট হারিয়ে। নিজের চতুর্থ বলে পয়েন্টারকে ১২ রানে ও ৫ম বলে ৪১ রান করা জয়সিকে ফিরিয়ে দিলেন তিনি। তখন আইরিশদের জয়ের জন্য দরকার ছিল ১ বলে ৮ রান। কিন্তু হলো না। বিশাল একটি ছক্কা হাকিয়ে শুধু রানের ব্যাধানই কমাতে পেরেছেন জোহান স্টোন। বাংলাদেশের ২০ ওভারে করা ৬ উইকেট হারিয়ে করা ১৪৬ রান তাড়া করতে আয়াল্যান্ডের ২০ ওভার শেষ হয় ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে। ফলে সহ অধিনায়কের কারিশমায় ১ রানের জয় তুলে নেয় বাংলাদেশ।বাংলাদেশের ১৪৬ রান তাড়া করতে নেমে আইরিশা দৃঢ়তার সঙ্গেই শুরু করে। তবে অধিনায়ক পোর্টারফিল্ডকে ১৪ রানে রান আউট করে সাজ ঘরের ফেরান নাসির হোসেন। গতকারও আইরিশ ব্যাটসম্যানরা পাওাই দিচ্ছিলেন না বাংলাদেশের পেস বোলারদের। অবশেষে আবারো স্পিনার সানিই লাড়াইটা আরেকটু জামিয়ে তুলতে ২৬ রান করা স্টারলিংকে সাজ ঘরের পথ দখান। আর আয়ারল্যান্ডে দূবার হয়ে ওঠা সানি আবারো ফেরালেন ক্রমেই ভয়ংকর হয়ে ওঠা উইলসনকে। উইলসন করেন ২৭ বলে ৩৭ রান। আরেক স্পিনার রাজ্জাকের আঘাতে ওব্রেন। তবে শেষ লড়াইটি শুধু ছিল বাংলাদেশ দলের সহ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের জন্যই। শেষ ওভারেই বল হাতে বাংলাদেশে জন্য জয় এনে দেন তিনি। করণ তিনি আয়ারল্যান্ডকে ধিরে ধিরে জয়ের বন্দরের কাছে নিয়ে যাওয় জয়সাকে ফিরিয়েছেন ৪১ রানে। মাহমুদুল্লাহ ২৮ রানে ২টি আর ইলিয়াস সানি ১৮ রানে ২টি করে উইকেট নেন।এর আগে টসে জিতে প্রথম ম্যাচের মতো ব্যাটে ঝড় তুলতে পারেনি বাংলাদেশ। ইনিংসের শুরু থেকে ব্যাটসম্যানদের জন্য ব্যাটিংটা কঠিন করে তোলেন আইরিশ বোলাররা। ওপেনার তামিম ইকবাল ৯ বল খেলে শূন্য রানে সাজঘরে ফিরেছেন। তবে আশরাফুলের ৩৮ রাননের সঙ্গে নাসির হোসেনের অর্ধশতকে ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৪৬ রান করে বাংলাদেশ। নাসির ৩৩ বলে ৪টি চার ও ২টি ছয়ের সাহায্যে কাটায় কাটায় ৫০ রান করেন। এই অপরাজিত ইনিংসটিই টি- টোয়েন্টিতে তার ক্যারিয়ার সেরা। সেই সঙ্গে তিনি হন ম্যাচ সেরাও। খবর:-ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়