সোমবার পুলিশ বাহিনীর দুই হাজার ৩০০ জন পরিদর্শক (ইন্সপেক্টর) ও ১২ হাজার ৫০০ জন উপপরিদর্শকের (সাব-ইন্সপেক্টর) পদ উন্নীত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এখন থেকে পরিদর্শকেরা প্রথম শ্রেণী (নন-গেজেটেড) এবং উপপরিদর্শকেরা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হলেন। সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) প্রথম শ্রেণীর কর্মকর্তা হবেন।পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, �এটি পুলিশ বাহিনীর সদস্যদের দীর্ঘদিনের দাবি। এতে পুলিশের কাজের মান কয়েক গুণ বেড়ে যাবে। পরিদর্শক থেকে নিচের দিকের পুলিশ কর্মকর্তারা নিজেদের পদ নিয়ে যে হীনমন্যতায় ভোগেন, তা-ও দূর হয়ে যাবে।�এর আগে গত মঙ্গলবার পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেন। প্রস্তাবটি অনুমোদন করার পর থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় এই পদোন্নতির বিষয়ে দ্বিমত পোষণ করে আসছিল। এ পদোন্নতির বিষয়ে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলো ডটকমকে বলেন, �আমি অত্যন্ত খুশি। এই পদমর্যাদার জন্য আমি অনেক দিন ধরে চেষ্টা করে আসছিলাম। এখন পুলিশের কর্মকর্তা ও পুলিশের উপপরিদর্শকেরা তাঁদের কাজে অনেক অনুপ্রাণিত হবে বলে মনে করছি। খবর:-ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়