Monday, July 16

পদ্মা সেতু : অনুদান সংগ্রহে অ্যাকাউন্ট খুলছে সরকার

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্তে জনগণের ব্যাপক সাড়া পেয়ে আগ্রহীদের কাছ থেকে অনুদান সংগ্রহের জন্য দুটি ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রকল্প বায়স্তবায়নে এক মাসের বেতন অনুদান হিসাবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা।সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান।তিনি বলেন, একটি অ্যাকাউন্ট খোলা হবে যাতে আগ্রহী বাংলাদেশিরা এ দেশীয় মুদ্রায় তাদের ইচ্ছেমাফিক অর্থ দিতে পারেন। আর দ্বিতীয়টি খোলা হবে প্রবাসীদের জন্য, যাতে তারা বিদেশি মুদ্রায় সহায়তা দিতে পারেন। এ দুটি অ্যাকাউন্ট কীভাবে পরিচালিত হবে তার পদ্ধতি ও নীতিমালা চূড়ান্ত করার জন্য অর্থ বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সচিব জানান। তিনি বলেন, মন্ত্রিসভার সদস্যরা তাদের এক মাসের বেতন স্বেচ্ছায় অনুদান হিসাবে এই প্রকল্পের জন্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ৭৫০ মিলিয়ন ডলারের বন্ড ছাড়ার পরিকল্পনার কথাও তিনি বলেন।উল্লেখ্য, ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলার দেওয়ার জন্য চুক্তি করলেও দুর্নীতির অভিযোগ তুলে সম্প্রতি তা বাতিল করে বিশ্ব ব্যাংক। এরপর প্রধানমন্ত্রী গত ৪ জুলাই জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের রূপরেখা তুলে ধরেন। এরপর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ প্রকল্পে সহায়তার বিভিন্ন ঘোষণা দেওয়া হয়।মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, জনগণের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন এবং যারা এ পর্যন্ত স্বেচ্ছায় অর্থ দিয়েছেন বা আগ্রহ দেখিয়েছেন তাদের অভিনন্দন জানিয়েছেন। খবর:-ফেযার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়