গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কানাইঘাটে সুরমা-লোভা-সিঙ্গাইরসহ অন্যান্য নদ-নদীর পানি বাড়তে শুরু করায় ফের কানাইঘাটে বন্যার আশংকা দেখা দিয়েছে। সুরমা নদীর বিভিন্ন ভাঙ্গন দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ইতিমধ্যে উপজেলার নিুাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। সম্প্রতি ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতে ফের বন্যার আশংকায় জনমনে দুঃশ্চিন্তা ও কৃষকদের মধ্যে উৎকন্টা বিরাজ করছে। আবারও ভয়াবহ বন্যা দেখা দিলে উপজেলা জুড়ে ব্যাপক য়-তি সাধিত হবে। পাশাপাশি বিগত বন্যায় তিগ্রস্থ রাস্তা-ঘাটের আরও বেহাল দশা ও নদী ভাঙ্গন মারাত্মক আকার ধারণ করতে পারে বলে শংকিত হয়ে পড়েছেন স্থানীয় জনসাধারণ। উল্লেখ্য যে, বিগত বন্যায় কানাইঘাটের বিভিন্ন পাকা-কাঁচা রাস্তাঘাট, নদীভাঙ্গন, কৃষি ও মৎস্য সেক্টরে অন্তত ৭০ কোটি টাকার মতো তিসাধিত হয়। পাশাপাশি প্রায় ২’হাজার বসতঘর বিধ্বস্থ এবং আংশিক আরো ৫’হাজার বাড়ীঘর তিসাধিত হয়ে অনেকে এখনো গৃহহীন অবস্থায় অন্যত্র বসবাস করছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়