ইউরো কাপের ফাইনালে ইতালির বিপক্ষে প্রথম অর্ধেই ২-০ গোলে এগিয়ে য়ায় স্পেন। খেলার ১৪ মিনিটে হেডে গোল করেন ডেভিড সিলভা। পরবর্তীতে দ্বিতীয় গোলটি করেন জরদি আলবা। প্রথম অর্ধের খেলায় ইতালিকে দাড়াতেই দেয়নি স্পেনের জরদি, ডেভিড সিলভা ও ইনিয়েস্তারা। গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইউরো ও বিশ্ব চ্যাম্পিয়নদের। ১৪ মিনিটে ইতালির রক্ষণ ভাগে ডুকে পড়েন ইনিয়েস্তা। চমৎকার ভাবে বল দেন ফ্যাব্রেগাসকে। সাইডবার ঘেঁষে ডেভিড সিলভাকে উদ্দেশ্য করে দেওয়া ফ্যাব্রেগাসের চমৎকার ক্রস, দুর্দান্ত হেডে জালে জড়ান ডেভিড সিলভা। গোল পরিশোধের নেশায় ডিফ্রে ভেঙ্গে উপরে উঠে আসে ইতালির মাঝ মাঠের খেলোয়াড়রা। যার ফলে খেলার ৪১ মিনিটে তার খেসারত দিতে হয় ইতালিকে। ক্যাসিয়াসের দুদার্ন্ত পাসে বল মাঝমাঠে পান জরদি আলবা। মুহুর্তের মধ্যেই ইতালির খেলোয়াড়রা কোন কিছু বুঝে উঠার আগেই স্পেনের সর্মথকদের আনন্দের জোয়ারে ভাসিয়ে দ্বিতীয় গোলটি করেন জরদি আলবা। কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে খেলার প্রথম থেকেই আক্রমন পাল্টা আক্রমন করতে থাকে দু দল। তবে বলের দখল ও আক্রমণে প্রভাব বিস্তার করে এগিয়ে যেতে থাকে বর্তমান চ্যাম্পিয়নরাই। স্প্যানিশ ফুটবলের নন্দনিকতা ইতালির খেলোয়াড়দের ব্যতিব্যস্ত করে তোলে স্পেন। য়ার ফলে রক্ষনভাগ ডেকাতে ব্যস্ত থাকতে হয় ইতালির খেলোয়াড়দের। খেলা দ্বিতীয় অর্ধে ৮৪ মিনিটে বদলি খেলোয়াড় হিসারে মাঠে নামানো টরেসের চমৎকার এক গোলে ৩-০ তে এগিয়ে যায় বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা। পরবর্তীতে খেলার একদম শেষ মুহুর্তে এসে গোলের ব্যবধান ৪-০ তে নিয়ে যান মাটা। দ্বিতীয় অর্ধের খেলার সময় মাঠের পুরো নিয়ন্ত্রন ছিল ইতালিয়ানদের পায়ে। স্প্যানিশদের আক্রমন ঠেকাতেই হাপিয়ে ওঠেন ইতালির খেলোয়াড়রা। ফলে তাদের মধ্যে পরিকল্পিত কোন আক্রমন লক্ষ্য করা যায়নি। একের পর আক্রমনের ফলে কোন ভাবেই খেলায় ফিরতে পারেনি ইতালি। তাই শেষ পর্যন্ত স্প্যানিশরাই ধরে রাখলো ইউরো কাপের মুকুট। খবর:-ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়