সিলেটের এমসি কলেজের আগুনে পোড়া ছাত্রাবাস দেখে কাঁদলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে পোড়া ছাত্রাবাসের ঘরগুলো পরিদর্শন করেন। তিনি জানান, কলেজে পড়াকালীন ছাত্রাবাসের �এ� ব্লকের এ ঘরটিতে তিনি থাকতেন। উপস্থিত সকলের সামনে অশ্রুভেজা চোখে সেই সময়কার স্মৃতিচারণা করেন।এ সময় শিক্ষামন্ত্রী বলেন, �আমি যে ঘরে থাকতাম, সেই ঘরের প্রতি একধরনের আবেগ রয়েছে। সেই ঘরের এই অবস্থা দেখে আমি ঠিক থাকতে পারিনি। এ অবস্থা দেখার আগে আমার মৃত্যু হলো না কেন! যারা এ বিদ্যাপীঠ পুড়িয়ে ছারখার করতে পারে, তারা মানুষ হতে পারে না।নুরুল ইসলাম নাহিদ আরও বলেন, তদন্ত হচ্ছে। তদন্ত প্রতিবেদন আমরা অন্ধের মতো গ্রহণ করব না। যারা আগুন দিয়েছে, তাদের ব্যাপারে আড়াল করার চেষ্টা হলে তদন্ত প্রতিবেদন গ্রহণ করা হবে না।এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে কলেজের অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকারসহ শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সিলেটের এমসি কলেজে গত রোববার রাতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের জের ধরে ছাত্রলীগ ছাত্রাবাসে আগুন ধরিয়ে দেয়। আগুনে ছাত্রাবাসের তিনটি ব্লকের ৪২টি ঘর পুড়ে যায়। খবর:-ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়