যুক্তরাস্ট্রের নিউইয়র্কের গ্র্যান্ড আইল্যান্ডে বিপরীত দিক থেকে আসা দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরো এক বাংলাদেশিকে। নিহতরা হলেন শফিউল আলম (২০), নাজিম খান (২১) ও রেজোয়ান চৌধুরী (২১)। আহত বোরহান রহমানকে (২২) ইরে কান্ট্রি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।নিউইয়র্ক পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত ৪ বাংলাদেশির বাড়ি সিলেটের গোলাপগঞ্জ এবং বালাগঞ্জ এলাকায়। মিশিগানের হ্যামট্রমিক সিটি থেকে তারা চার বন্ধু মিলে নায়াগ্রা জলপ্রপাত দেখতে নিউইয়র্কে এসেছিলেন। ফেরার পথে গত সোমবার প্রথম প্রহরে (বাংলাদেশ সময় সোমবার বেলা ১১টা) বাফেলো এলাকার গ্র্যান্ড আইল্যান্ড বুলেভার্ডে তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে।পুলিশ সার্জেন্ট ব্রায়ান গুইজে জানান, উল্টো দিক থেকে আসা অপর গাড়িটি নিয়ম ভেঙে মহাসড়কে ভুল দিকে চলছিল। ফলে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার জন্য দায়ী গাড়ির চালক ৮৭ বছর বয়সী রিচার্ড হিল্ডার্ব্যান্ডকেও গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত ছিলেন কিনা- পুলিশ তা পরীক্ষা করে দেখছে।স্থানীয় বাসিন্দা ক্রিস্টাল কির্টজ জানান, মধ্যরাতের পর হঠাৎ প্রচণ্ড শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি বাইরে এসে দেখেন, দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া দুটি গাড়ি মহাসড়কের ওপর জ্বলছে। এর কিছুক্ষণের মধ্যে পুলিশ ও দমকল কর্মীরা এসে উদ্ধার তৎপরতা শুরু করে বলে জানান তিনি। খবর:-ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়