Monday, June 4

জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে: এরশাদ

আগামীতে এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, গত ৪০ বছরের মধ্যে ৩১ বছরই কেবল দুই দলের মধ্যে ক্ষমতার পালা বদল হয়েছে। কিন্তু তার ৯ বছরের শাসনামলে মানুষ শান্তিতে ছিল। এই সময়ের মধ্যে শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎ, চিকিৎসা খাতে যে উন্নয়ন হয়েছে তা অন্য কোন সময়ে হয়নি উলে�খ করে তিনি আরও বলেন, দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় দেখতে চায়। তিনি আরও বলেন, আগামীতে একলা নির্বাচন করে এককভাবেই প্রার্থী দেওয়া হবে। জনগণের ইচ্ছানুযায়ী তার দল আবারও ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।সাতক্ষীরায় তিনদিনের সফরে দ্বিতীয় দিন গতকাল সোমবার দুপুর ১২টায় কলারোয়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে জাপা আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন।তিনি বলেন, তার শাসনামলে লোডশেডিং ছিল না অথচ এখন বিদ্যুতের অভাবে জীবন অতিষ্ঠ হয়ে উঠছে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোগের কথা বারবার বলা হলেও বিদ্যুতের অভাবেই কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা বেকার হচ্ছে।তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মাঝখানে তৃতীয় দল জাতীয় পার্টি রয়েছে। এই দলকে নিশ্চিহ্ন করে দেয়ার চেষ্টা করেও কেউ সফল হতে পারেনি।৯০ সালে রক্তপাত ও হানাহানি এড়িয়ে ও গণতন্ত্র ও সংবিধান সমুন্নত রাখতে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয়ার কথা উল্লেখ করে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, এমন দৃষ্টান্ত আর কখনও হবে না। ক্ষমতা ছাড়াকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে নির্বাচন করলে ক্ষমতায় আসা যেত বলে মন্তব্য করেন তিনি। তিনি স্বেচ্ছাচারী ও স্বৈরাচার নন মন্তব্য করে এরশাদ আরও বলেন, নির্বাচন না করতে দিয়ে বিনা অভিযোগে তাকে জেলে পাঠানো হয়েছিল। এমনকি তার স্ত্রী সন্তানদেরও প্রটেকশন কাস্টডির নামে আটকে রাখা হয়।কলারোয়া উপজেলা জাপা সভাপতি এম মনছুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত।এ সময় প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জাতীয় পার্টির হুইপ ও সাংসদ এইচএম গোলাম রেজা, জাতীয় পার্টির সহসভাপতি সাংসদ এমএ জব্বার, জেলা জাপার সভাপতি শেখ আজহার হোসেন , সাধারন সম্পাদক আশরাফুজ্জামান আশু। এ সময় জাপা�র কেন্দ্রীয় কমিটির সদস্য চলচ্চিত্র নায়ক সোহেল রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়