হযরত শাহজালাল বিমানবন্দরে কুয়েত ফ্লাইটের এক যাত্রীর গায়ে ফলস সিলিং থেকে বিষধর সাপ পড়লে বিমানবন্দরে আতংকের সৃষ্টি হয়। পরে সাপটিকে মেরে ফেলেন বিমানবন্দরের নিরাপত্তা রক্ষীরা।বিমানবন্দরের নিরাপত্তা শাখার কর্মী মোস্তাফিজুর রহমান এফএনএসকে জানান, ভোর ৫টায় কুয়েতগামী কিউআর-৩৪৪ ফ্লাইটের যাত্রীরা ৫ নম্বর বোর্ডিং ব্রীজ সংলগ্ন যাত্রী লাউঞ্জে বসেছিলেন। এসময় লাউঞ্জের সিলিং থেকে একটি বিষধর সাপ একজন যাত্রীর গায়ে পড়লে যাত্রী আতংকে চিৎকার শুরু করে। পরে বিমানবন্দরের নিরাপত্তা রক্ষীরা লাঠি দিয়ে সাপটিকে মেরে ফেলে। সাপটির দৈর্ঘ্য ৫ ফিট। এটি গোখরা প্রজাতির সাপ বলে নিরাপত্তা রক্ষীরা জানিয়েছেন।বিমানবন্দরে কর্তব্যরত গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানান, বছরখানেক আগে বিমানবন্দরে একজন যাত্রীর গায়ে সাপ পড়েছিল। তখন সাপুড়েদের ডেকে এনে বিমাবন্দর লাউঞ্জ থেকে বেশ কয়েকটি সাপ ধরা হয়। কর্মকর্তারা আরো জানিয়েছেন, বিমানবন্দরের সিলিংগুলোতে ইদানিং সাপের উৎপাত বেড়েছে।বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা আশরাফুন্নেছা এফএনএসকে বলেন, লাউঞ্জের ফলস সিলিং থেকে সাপ পড়েছে যাত্রীর গায়ে। ফলস সিলিংয়ে সাপের বাসা আছে বলে তার ধারণা। এই ফলস সিলিং দেখার দায়িত্ব সিভিল এভিযেশনের প্রকৌশল বিভাগের। তাদেরকে সাপ নিধনের জন্য বলা হবে।অন্যদিকে বিমাবন্দরের ডিউটি সিকিউরিটি অফিসার নাসিমা শাহীন স্বপ্না যাত্রীর গায়ে ফলস সিলিং থেকে সাপ পড়ার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি লগবুকে নোট করা হয়েছে। এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
সুত্র:-ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়