বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে এমবি চিটাগাং নামে একটি সিমেন্ট কিংকারবাহী লাইটারেজ জাহাজ ১৩ জনের মধ্যে ১০ জনকে বৃহস্পতিবার রাতে জীবিত উদ্ধার করা হয়েছে।চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ জানিয়েছেন, গভীর রাতে বহির্নোঙ্গর থেকেই তাদের উদ্ধার করা হয়। কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা বাকিদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন বলেও জানান তিনি।এছাড়া তিনি আরো জানিয়েছেন, ডুবে যাওয়া জাহাজটিও তীরে টেনে তোলার চেষ্টা চলছে।উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বন্দরের বর্হিনোঙ্গরে এমভি চট্টগ্রাম নামের একটি লাইটার জাহাজ হাং সাং নামক একটি জাহাজ থেকে সিমেন্টের কাঁচামাল বোঝাই করে রওনা দেয়। এরপর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লাইটারটি জাহাজ ডুবে যায়। জাহাজটিতে ১৩ জন ক্রু ছিল সুত্র ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়