বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কানাইঘাট উপজেলা শাখার ২৯ সদস্য বিশিষ্ট প্রথম আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মোঃ জাকারিয়াকে আহ্বায়ক এবং এবাদুর রহমান লালই, তমিজ উদ্দিন, জাফর আহমদ ও সেলিম আহমদকে যুগ্ম আহ্বায়ক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটিকে গত ১৫ জুন সিলেট জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মাসুক আহমদ ও সাধারণ সম্পাদক সুরমান আলী অনুমোদন দেন। কমিটির সদস্যরা হলেন-শরীফ উদ্দিন, আলিম উদ্দিন, কামাল উদ্দিন, সাইদুল ইসলাম, আলমাছ উদ্দিন, আজির উদ্দিন, সাহিদুর রহমান, বিলাল আহমদ, ফয়সল আহমদ, আব্দুল আহাদ, ময়না মিয়া, রুবেল আহমদ, আশরাফ আহমদ হারিছ, মঈন উদ্দিন, আমিনুল ইসলাম, আব্দুস সাত্তার, শাহেদ আহমদ, শাহাদাত হোসেন, আমির উদ্দিন, মোহাম্মদ আলী, মঞ্জুর হোসেন, দেলোয়ার হোসেন, শাহীন আহমদ ও নিজাম উদ্দিন। এদিকে নবগঠিত উপজেলা শ্রমিকদলের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে গত শনিবার বাদ মাগরিব কানাইঘাট বাজারে শ্রমিকদলের সর্বস্তরের নেতাকর্মীদের অংশ গ্রহণে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী দক্ষিণ বাজারে পথসভায় জেলা শ্রমিকদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট-জকিগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়কারী চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ মামুন। বক্তব্য রাখেন বিএনপি নেতা পৌর কাউন্সিলার শরীফুল হক, জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মন্নান, যুগ্ম আহবায়ক সাজ উদ্দিন সাজু, মামুন রশিদ, নবগঠিত শ্রমিকদলের আহ্বায়ক জাকারিয়া, যুগ্ম আহ্বায়ক এবাদুর রহমান লালই, থানা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি জেলা ছাত্রদলের সদস্য হোসেন আহমদ, রাশিদুল হাসান টিটু, সাধারণ সম্পাদক আব্দুল করিম, পৌর ছাত্রদলের সভাপতি রুহুল আমিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন, কানাইঘাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কয়ছর আলম, সাংগঠনিক সম্পাদক করিম চৌধুরী প্রমুখ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়