শনিবার সকালে গণভবনে �জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন ২০১২�র উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতি বছর আমি এ অনুষ্ঠানে উপস্থিত হই, কারণ আমি চাই অভিভাবকরা ঠিক সময়মতো তাদের শিশুদের যেন ভিটামিন এ প্লাস ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ায়। প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য, ভবিষ্যৎ প্রজন্ম যেন বাঁচতে পারে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে।�উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই জনপ্রিয় শিশুতোষ টেলিভিশন কার্টুন সিসিমপুরের চরিত্র হালুম ও টুকটুকি উপস্থিত শিশুদের সঙ্গে নাচ-গান করে।স্বাস্থ্য উপদেষ্টা জে আর মোদাচ্ছের আলী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবর রহমান ফকির ছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে ছিলেন।শনিবার সারা দেশে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস টিকা খাওয়ানো হচ্ছে। এর পাশাপাশি ২ থেকে ৫ বছরের শিশুদের কৃমিনাশক ট্যাবলেটও খাওয়ানো হচ্ছে।এ বছর দেশজুড়ে ১ লাখ ৪০ হাজার টিকাদান কেন্দ্রে ২ কোটি ৫৮ লাখ শিশুকে ভিটামিন এ-প্লাস টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। মোট কেন্দ্রের মধ্যে অস্থায়ী কেন্দ্রের সংখ্যা ২০ হাজার।প্রধানমন্ত্রী জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, �সকল স্তরের জনপ্রতিনিধিদেরও এটি একটি দায়িত্ব্। আপনাদেরও উদ্যোগ নিতে হবে, যাতে সব শিশু এ প্রতিষেধক নিতে পারে।�সবার সমন্বিত উদ্যোগে এ কর্মসূচি সফল করার আহ্বানও জানান তিনি।সূত্রফেয়ারনি্উজ2012-06-02
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়