Monday, June 18

কানাইঘাট পৌর যুবলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

নবগঠিত কানাইঘাট পৌর আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটির প্রথম পরিচিতি সভা গত বৃহস্পতিবার বিকেল ৩টায় কানাইঘাট ডাকবাংলোয় অনুষ্ঠিত হয়। পৌর যুবলীগের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ইয়াহিয়ার পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের অন্যতম সদস্য আব্দুল হেকিম শামীম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক গিয়াস উদ্দিন, কানাইঘাট পৌরসভার কাউন্সিলার যুবলীগ নেতা তাজ উদ্দিন। বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন, সদস্য আমিনুল ইসলাম, শহিদুর রহমান, আবুল হারিছ আজহার, জাকারিয়া, সাইফুল আলম, মুজিবুর রহমান, রেজওয়ান, ইকবাল, আব্দুর রহমান, সেলিম আহমদ, ইসমাঈল, জসিম উদ্দিন মেজর, আমিনুল ইসলাম বাবলু, পাভেল, কামরুল, আবুল বাশার, খাজা শামীম, কাওছার আহমদ, নূরুল আম্বিয়া, আশরাফুল আলম সুমন, জুবের আহমদ, শামীম আহমদ, জিয়া উদ্দিন, আনোয়ার হোসেন, কাওছার, সুহেল, মাহতাব ও শাহীন আহমদ। সভায় এক মাসের মধ্যে পৌর যুবলীগের ৯টি ওয়ার্ডের কাউন্সিল সম্পন্নসহ সংগঠনকে শক্তিশালী করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়