ভারতের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রণব মুখার্জিকেই প্রার্থী হিসেবে ঘোষণা করেছে কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) । শুক্রবার ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) বৈঠকে প্রণবকে মনোনীত করার ঘোষণা করেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। এ লক্ষ্যে ২৪ জুন মন্ত্রীত্ব ছাড়ছেন কংগ্রেসের বর্ষীয়ান এ রাজনীতিবিদ।
এনডিটিভির খবরে বলা হয়, ৭ রেসকোর্স রোডে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনে কংগ্রেসের জোটগুলোর মধ্যে এক বৈঠকের পর সোনিয়া গান্ধী এ ঘোষণা দেন। বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত ছিলেন।সোনিয়া গান্ধী বলেন, ‘প্রণব মুখার্জির দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। আর এ পদের জন্য তাকে সব রাজনৈতিক দলই সমর্থন করবে।’এনডিটিভির খবরে আরও বলা হয়, মেক্সিকোতে জি-২০ সম্মেলন শেষে প্রধানমন্ত্রী মনমোহন সিং দেশে ফিরে এলে প্রণব মুখার্জি অর্থমন্ত্রীর পদ থেকে ২৪ জুন পদত্যাগ করবেন। আগামী ২৫ জুন প্রণব মুখার্জি মনোনয়ন পত্র জমা দেবেন বলে ধারণা করা হচ্ছে। । আগামী ১৯ জুলাই ভারতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।তবে গতকাল বৃহস্পতিবার ইউপিএর মনোনীত প্রার্থীকে প্রত্যাখ্যান করে ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামকে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্র:-ঢাকা, ১৫ জুন (বাংলাটাইমস ডেস্ক)
এনডিটিভির খবরে বলা হয়, ৭ রেসকোর্স রোডে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনে কংগ্রেসের জোটগুলোর মধ্যে এক বৈঠকের পর সোনিয়া গান্ধী এ ঘোষণা দেন। বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত ছিলেন।সোনিয়া গান্ধী বলেন, ‘প্রণব মুখার্জির দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। আর এ পদের জন্য তাকে সব রাজনৈতিক দলই সমর্থন করবে।’এনডিটিভির খবরে আরও বলা হয়, মেক্সিকোতে জি-২০ সম্মেলন শেষে প্রধানমন্ত্রী মনমোহন সিং দেশে ফিরে এলে প্রণব মুখার্জি অর্থমন্ত্রীর পদ থেকে ২৪ জুন পদত্যাগ করবেন। আগামী ২৫ জুন প্রণব মুখার্জি মনোনয়ন পত্র জমা দেবেন বলে ধারণা করা হচ্ছে। । আগামী ১৯ জুলাই ভারতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।তবে গতকাল বৃহস্পতিবার ইউপিএর মনোনীত প্রার্থীকে প্রত্যাখ্যান করে ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামকে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্র:-ঢাকা, ১৫ জুন (বাংলাটাইমস ডেস্ক)
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়