Sunday, July 1

কানাইঘাটে যুবকের ৪০দিনের বিনাশ্রম কারাদন্ড

কানাইঘাটে এক কলেজ ছাত্রীকে উত্যেক্ত করার অভিযোগে ভ্রাম্যমান আদালত আজ শনিবার কাওছার আহমদ খছরু (২০) নামক এক যুবককে ৪০দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন। জানা যায়, কাওছার আহমদ খছরু প্রায়ই ঐ ছাত্রীকে মোবাইল ফোনে ও রাস্তায় উত্যক্ত করত। গত শুক্রবার সন্ধ্যা ৬টায় ঐ ছাত্রীর বাড়ীর সামনে গিয়ে কাওছার আহমদ খছরু মোবাইল ফোনে হুমকি প্রদর্শন করলে বাড়ীর লোকজন তাকে আটক করে। খবর পেয়ে কানাইঘাট থানার এস.আই মাসুদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃত যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গতকাল সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট এস.এম.সোহরাব হোসেনের কার্যালয়ে হাজির করলে ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্ত ইভটিজারকে ৪০দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। অভিযুক্ত খছরু পৌরসভার শ্রীপুর গ্রামের হাজী আবু বকরের পুত্র

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়