Thursday, May 10

কানাইঘাট বাজারে মানসম্পন্ন ফাষ্টফুড“গ্রামবাংলা স্নেক্স" শুভ উদ্বোধন

কানাইঘাট উত্তর বাজারের সউদিয়া মার্কেটে মানসম্পন্ন “গ্রামবাংলা ¯স্নেক্স"” নামে একটি ফাষ্টফুড দোকানের শুভ উদ্বোধন উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল গত বুধবার বাদ আছর উক্ত ব্যাবসা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যাবসায়ীবৃন্দসহ বিভিন্ন পেশার লোকজন শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল শেষে ব্যাবসা প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন প্রখ্যাত আলেমে দ্বীন কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ মুহাম্মদ বীন ইদ্রিস। উপস্থিত ছিলেন দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ আলিম উদ্দিন(দূর্লভপুরী),বীরদল অনোয়ার উলূম মাদ্রাসার মুহতামিম মাওঃগোলাম ওয়াহিদ,হাফিয মাওঃ জাকারিয়া, বীরদল এন.এম.একাডেমীর সহকারী প্রধান শিক কলামিষ্ট মহিউদ্দিন,তৈয়বুর রহমান,বিশিষ্ট ব্যাবসায়ী আলতাফ হোসেন,হাফিজ বিলাল উদ্দিন,মখলিছুর রহমান,সাংবাদিক নিজাম উদ্দিন,জামাল উদ্দিন,কাওছার আহমদ,এখলাছুর রহমান,আব্দুন নূর, প্রমূখ। উক্ত ব্যাবসা প্রতিষ্ঠানের সত্বাধীকারী সাংবাদিক মাহবুবুর রশিদ ও হাফিজ অলিউর রহমান জানান কানাইঘাট বাজারে কোন বিশুদ্ব ও মানসম্পন্ন ফাষ্ট ফুড এবং কোমল পানীয় দোকান না থাকায় তিনি ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে হালাল উপায় ব্যবসা পরিচালনা করার জন্য ফাষ্টফুডের দোকান খুলেছেন। তার ব্যাবসা প্রতিষ্ঠানে দেশী-বিদেশী সকল কোমল পানীয়,বেকারী সামগ্রী সহ সব ধরনের ফাষ্টফুডের খাবার পাওয়া যাবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়