সিলেট শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এস.এস.সি পরীক্ষায় কানাইঘাটে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আশানুরুপ ফলাফল অর্জন করায় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে উল্লাস বইছে। তবে প্রত্যাশা অনুযায়ী অনেক মেধাবী শিক্ষার্থী কাংখিত এ প্লাস অর্জন করতে না পারায় তাদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। জানা যায়, এ বছর এস.এ.সি পরীক্ষয় উপজেলার মোট ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১হাজার ৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৪টি এ প্লাস সহ ৯৮৮জন শিক্ষার্থী পাশ করেছেন। উপজেলার পাসের হার ৯০.২২। স্কুল গুলির মধ্যে কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ১০৩ জন শিক্ষার্থীর মধ্যে ৭টি এ প্লাসসহ ৯৯জন, চড়িপাড়া উচ্চ বিদ্যালয়ে ৮৪জনের মধ্যে ৩টি এ প্লাস সহ ৮৩, জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৪৭ জনের মধ্যে ১টি এ প্লাস সহ ৩৮, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে ৬৫জনের মধ্যে ১টি এ প্লাসসহ ৬২, গাছবাড়ী মর্ডান একাডেমীতে ১০৩জনের মধ্যে ২টি এ প্লাস সহ ৯৫, ছোটদেশ উচ্চ বিদ্যালয়ে ৪৩জনের মধ্যে ৪২, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭৩জনের মধ্যে ৬২, সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ে ১২৯জনের মধ্যে ৯৭, বড়দেশ উচ্চ বিদ্যালয়ে ৪৪জনের মধ্যে ৪০, বীরদল এন.এম একাডেমীতে ৭৯জনের মধ্যে একটি এ প্লাস সহ ৭২, সুরতুনন্নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ৩৫জনের মধ্যে ২৭, সুরইঘাট উচ্চ বিদ্যালয়ে ৩৪জনের মধ্যে ৩২, ঝিংগাবাড়ি উচ্চ বিদ্যালয়ে ৭০জনের মধ্যে ৬৪, বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে ৪০জনের মধ্যে ৩২, মানিক গঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৫৮জনের মধ্যে ৫৭, বশির আহমদ উচ্চ বিদ্যালয়ে ২৩জনের মধ্যে ২২, মালিক নাহার মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে ২৫ জনের মধ্যে ২৪ ও সুরমা উচ্চ বিদ্যালয়ে ৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে সবাই কৃতকার্য হয়েছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়