বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৬তম জোট নিরপেক্ষ সম্মেলনে (ন্যাম) যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ।ঢাকা সফররত ইরানের উপ পররষ্ট্রমন্ত্রী ড. সাঈদ আব্বাস আরাগশি বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে ইরানী প্রেসিডেন্টের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তন্তর করেন।আগামী অগাস্টের শেষ সপ্তাহে ইরানের রাজধানী তেহরানে এ সম্মেলন হওয়ার কথা রয়েছে।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ পরে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ইরানি উপমন্ত্রী।�প্রধানমন্ত্রী এ সময় ন্যাম সম্মেলনের গুরুত্ব তুলে ধরে বলেন, বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্বের নীতিতে বিশ্বাস করে�, বলেন প্রেসসচিব।অন্যদের মধ্যে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্যসচিব শেখ ওয়াহেদ উজ জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রেস সচিব আবুল কালাম আজাদসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।বাংলাদেশ থেকে ইরানে রপ্তানি করা পাট ও পাটজাত পণ্যের আমদানি শুল্ক কমানোর জন্যও সাঈদ আব্বাস আরাগশির প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।ইরানি উপমন্ত্রী এ সময় শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন বলেও প্রেস সচিব জানান।শেখ হাসিনা সন্ত্রাসের বিরুদ্ধে তার সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে বলেন, তার সরকার জনগণের উন্নয়নের জন্য কাজ করছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়