কানাইঘাট থানা পুলিশ গত সোমবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জুয়াড়ীসহ ৫জনকে আটক করেছে। গতকাল আটককৃত জুয়াড়ীদের পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এস.এম সোহরাব হোসেনের আদালতে উপস্থিত করে। পরে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃত জুয়াড়ীদের প্রত্যেকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড অনাদায়ে ১০০/-টাকা করে জরিমানা প্রদানের রায় দেন। দন্ডপ্রাপ্তরা হল উপজেলার রতনপুর গ্রামের মৃত হাজী ফয়জুল হকের পুত্র হারিছ উদ্দিন (৪০), রাউৎগ্রামের মাহমুদ আলীর পুত্র বশির উদ্দিন (৪২), বড়বন্দ ১ম খন্ড গ্রামের তাহির আলীর পুত্র গুলজার আহমদ (৫০), হারাতৈল গ্রামের মৃত কাশিম আলীর পুত্র হায়াত উল্লাহ (৪২), দুর্গাপুর গ্রামের মৃত মকরম আলীর পুত্র রুবেল উদ্দিন (১৮)। রায় প্রদানের পর দন্ড প্রাপ্তরা ১০০/- টাকা জরিমানা প্রদান করলে তাদের থানা হাজত থেকে ছেড়ে দেওয়া হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়