Saturday, May 19

জমিয়তে উলামার সিলেট জেলার আহবায়ক কমিটি গঠন

গতকাল ১৯ মে শনিবার সকাল ১১টায় সিলেট শহরস্থ জামেয়া আয়েশা সিদ্দিকা(রহঃ)বালিকা মাদ্রাসা মিলনায়তনে আহলুস সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ জমিয়তে উলামা বাংলাদেশ সিলেট জেলার আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে বিশেষ সদস্যগণের এক মতবিনিময় সভা কেন্দ্রীয় কমিটির সভাপতি হযরত মাওলানা আলীম উদ্দিন দূর্লভপূরীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মহাসচিব মাওঃ সামসুদ্দীনের পরিচালনায় অনুষ্টিত হয়। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওঃ ইউসুফ শ্যামপুরী,মাওঃ বিলাল আহমদ,মাওঃ নুরুল ইসলাম এল.এল.বি,মাওঃ লোকমান আহমদ,মাওঃ মোস্তাক আহমদ খান,মাওঃ আব্দুল করিম গাজী নগরী,মাওঃ নেজাম উদ্দিন,মাওঃ মখলিছুর রহমান রাজাগঞ্জী,মাওঃ মূফতী রশীদ আহমদ,মাওঃ রুহুল আমিন,মাওঃ ক্বারী হারুনুর রশীদ চতুলী,মাওঃ বদরুল আলম,মাওঃ আব্দুল হালিম,মাওঃ কবির আহমদ,মাওঃ আলিম উদ্দিন প্রমুখ। সভায় জমিয়তে উলামার সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে গতিশীল করার লক্ষ্যে ২৭ সদস্য বিশিষ্ট সিলেট জেলা জমিয়তে উলামার আহবায়ক কমিটি গঠন করা হয়। মাওঃ লোকমান আহমদ তইপুরীকে আহবায়ক ও মাওঃ মখলিছ’র রহমান রাজাগঞ্জীকে সদস্য সচিব করে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। সভায় আগামী ৯ই জুন সিলেট মেজরটিলাস্থ জামেয়া আয়েশা সিদ্দিকা(রহঃ)বালিকা মাদ্রাসায় পরবর্তী আহবায়ক কমিটির সভা অনুষ্টিত হবে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়