নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশনে। উত্তরের প্রশাসক পদে পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক শাজাহান আলী মোল্লা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক পদে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিল্লার রহমান নিয়োগ পেয়েছেন। গত বছরের ২৯ নভেম্বর ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) বিভক্ত করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন করা হয়। এর পর গত ৩ ডিসেম্বর দুই সিটি করপোরেশনে দুই অতিরিক্ত সচিবকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। আগের দুই প্রশাসকের মেয়াদ শেষ হওয়ার দিন বৃহস্পতিবার অতিরিক্ত সচিব পদমর্যাদার এই দুই কর্মকর্তাকে বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনে নিয়োগ দেওয়া হল। জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়